ধৃত জঙ্গির ফেসবুক পোস্ট জুড়ে শুধুই পাকিস্তানের স্তুতি!
Sep 21, 2020, 20:54 PM IST
1/5
নিজস্ব প্রতিবেদন : আল-কায়দা যোগে NIA গ্রেফতার করেছে লিউ ইয়ান আহমেদকে। মুর্শিদাবাদের বাসিন্দা যে ৯ জনকে NIA গ্রেফতার করেছে, লিউ ইয়ান আহমেদ তাদেরই একজন।
2/5
ডোমকল বসন্তপুর কলেজের ইলেকট্রিশিয়ান লিউ ইয়ান আহমেদ এলাকায় বেশ পরিচিত মুখ। এলাকাবাসীরা কেউ যেন বিশ্বাসই করতে পারছে না, যে তাদের পরিচিত লিউ ইয়ান আহমেদ একজন জঙ্গি।
photos
TRENDING NOW
3/5
তবে লিউ ইয়ান আহমেদের ফেসবুক কিন্তু বলছে অন্য় কথা। ধৃত জঙ্গির ফেসবুকে শুধুই পড়শি রাষ্ট্র পাকিস্তানের বন্দনা।
4/5
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ছবি শেয়ার করে একের পর এক পোস্ট করেছে লিউ ইয়ান আহমেদ।