রাষ্ট্রসঙ্ঘে আয়না দেখাল ভারত; বিশ্ব জানল, পাকিস্তানের জাতীয় নীতি সন্ত্রাসবাদ

Mar 08, 2019, 23:58 PM IST
1/4

রাষ্ট্রসঙ্ঘে সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানকে আয়না দেখাল ভারত। রাষ্ট্রসঙ্ঘের মানবাধিকার পরিষদে নয়াদিল্লির জানাল, সন্ত্রাসবাদীদের 'হাতিয়ার' হিসেবে ব্যবহার করে পাকিস্তান। এটাই প্রধান সমস্যা। এর তীব্র নিন্দা করা উচিত আন্তর্জাতিক মহলের। 

2/4

রাষ্ট্রসঙ্ঘে ভারতের প্রতিনিধি রাজীব চন্দ্র বলেন, ''মানবাধিকার লঙ্ঘনের মৌলিক কারণ সন্ত্রাসবাদ। সমস্যা এড়িয়ে গেলে পরিস্থিতি আরও সঙ্গিন হয়ে উঠবে। 

3/4

মানবাধিকার পরিষদের ভারতের প্রতিনিধি আরও বলেন, সন্ত্রাসবাদকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা পাকিস্তানের জাতীয় নীতি। এব্যাপারে অবিলম্বে নজর দেওয়া উচিত আন্তর্জাতিক মহলের। এনিয়ে সকলকে ঐক্যমত্যে পৌঁছতে হবে বলেও মনে করিয়ে দেন চন্দ্র।   

4/4

জম্মু-কাশ্মীর নিয়েও ভারতের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন রাজীব চন্দ্র। তাঁর কথায়, জম্মু-কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। পাকিস্তান জোর করে একটা অংশ কব্জা করে রেখেছে।