‘লিখে রাখুন ২০২৫ সালে ফের ভারতের অংশ হবে পাকিস্তান’
Mar 17, 2019, 16:12 PM IST
1/6
s 6
অখণ্ড ভারতের পক্ষে ফের সওয়াল করলেন আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার। আরএসএস নেতার দাবি ২০২৫ সালে পাকিস্তান হবে ভারতেরই অংশ।
2/6
S 5
শনিবার মুম্বইয়ে এক আলোচনা সভায় ইন্দ্রেশ কুমার বলেন, লিখে রাখুন ৫-৭ বছর পর আপনি করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি কিংবা শিয়ালকোটে ঘর কিনতে পারবেন বা ব্যবসা খুলতে পারবেন।
photos
TRENDING NOW
3/6
S 4
ইন্দ্রেশ কুমার এদিন বলেন, ১৯৪৭ সালে পাকিস্তান বলে কিছু ছিল না। সবটাই ছিল হিন্দুস্থান। ২০২৫ সালে পাকিস্তান ফের ভারতের অংশ হবে।
4/6
S 3
দেশবিরোধী কার্যকলাপ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নাসিরউদ্দিন সহ অন্যান্য অনেকের কথাই টেনে আনেন ইন্দ্রেশ। তিনি বলেন, দেশদ্রোহীদের জন্য নতুন আইন তৈরি করতে হবে। তাহলে আর নতুন কোনও নাসিরউদ্দিন, হামিদ আনসারি কিংবা সিধুর দেখা মিলবে না।
5/6
S 2
পাকিস্তানের বিরুদ্ধে বিমানহানা প্রসঙ্গে ইন্দ্রেশ কুমার বলেন, সেনার প্রশংসা করতে করতে এখন তাদের অভিযানের প্রমাণ চাওয়া হচ্ছে। পাশাপাশি মোদীর সমালোচনা করতে গিয়ে আই লাভ পাকিস্তান বলা হচ্ছে। এদের জন্যই নতুন আইন চাই।
6/6
s 1
জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা সম্পর্কেও এদিন মন্তব্য করেন ইন্দ্রেশ। তিনি বলেন, এক দেশ, এক নাগরিকত্ব ও এক পতাকা যদি দেশের সবার জন্য লাগু হয় তাহলে কাশ্মীরের জন্যও তা হবে। গোটা দেশ যদি কাশ্মীরকে গ্রহণ করতে পারে তাহলে কাশ্মীর কেন গোটা দেশকে গ্রহণ করতে পারবে না!