তিহাড় জেলে পৌঁছলেন পবন জল্লাদ, কাল হবে 'পুতুলের ফাঁসি'
Jan 30, 2020, 20:36 PM IST
1/5
তিহাড়ে পৌঁছলেন পবন
নির্ভয়ার দোষীদের ফাঁসির দড়িতে ঝুলতে আর বাকি মাত্র দুদিন। ইতিমধ্যে তিহাড় জেলে শুরু হয়েছে ফাঁসির প্রস্তুতি। পবন জল্লাদ দুদিন আগেই পৌঁছেছেন তিহাড় জেলে। পয়লা ফেব্রুয়ারি সকাল ছটায় ফাঁসিতে ঝোলানো হবে নির্ভয়ার চার দোষীকে।
2/5
তিহাড়ে পৌঁছলেন পবন
কাল হবে পুতুলের ফাঁসি। অর্থাত্, চার দোষীর সমান ওজনের পুতুল ফাঁসি কাঠ থেকে ঝুলিয়ে পরীক্ষা করে দেখা হবে। ইতিমধ্যে ফাঁসির দড়িতে মাখন ও কলা মাখানো শুরু হয়েছে যাতে দড়ি নরম থাকে।
photos
TRENDING NOW
3/5
তিহাড়ে পৌঁছলেন পবন
৫৪ বছর বয়সী পবন জল্লাদ আগেই জানিয়েছিলেন, নির্ভয়ার চার দোষীকে ফাঁসিতে ঝোলানোর কাজটা তাঁর কাছে সৌভাগ্যের। গোটা দেশ যে চারজনকে ফাঁসি কাঠে ঝুলতে দেখতে চায়, তিনি তাদের শাস্তি দিতে চান।
4/5
তিহাড়ে পৌঁছলেন পবন
পবন জল্লাদের দাদা ইন্দিরা গান্ধীর হত্যাকারীকে ফাঁসিতে ঝুলিয়েছিলেন। তাঁর হাতেই পবনের হাতেখড়ি। এর পর বহু বছর ধরে তিনি এই পেশার সঙ্গে যুক্ত।
5/5
তিহাড়ে পৌঁছলেন পবন
ইতিমধ্যে ফাঁসির মঞ্চ থেকে শুরু করে দড়ি, সবই পরীক্ষা করে দেখছেন পবন জল্লাদ। আর মাত্র দুদিন। পবন জল্লাদ এখন দারুণ ব্যস্ত।