Holi in Sandakphu: দুধসাদা বরফে রঙের মোজাইক, সান্দাকফুতে হোলিতে মাতলেন পর্যটকরা

Mar 26, 2024, 20:15 PM IST
1/5

দিনকয়েক ধরেই তুষারের চাদরে ঢাকা দার্জিলিংয়ের সিংহালীলা ন্যাশনাল পার্কের সান্দাকফু ও তার পার্শ্ববর্তী এলাকা। তুষারপাতের পরিমাণ এতটাই যে প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে সান্দাকফু থেকে ১ কিলোমিটার আগে রাস্তা বনধ করে দেওয়া হয়েছে।-তথ্য ও ছবি-নারায়ণ সিংহরায়  

2/5

প্রকৃতির এই অপরূপ সুন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত খেকে পর্যটকরা পৌঁছেছেন এই স্বর্গদুয়ারে। হোলিতে সাদা তুষারের রঙে হিমালয়ের কোলে তুষারশুভ্র হোলিতে রঙের উৎসবে মেতেছে বেশকিছু পর্যটক। কেউ শোনালেন শোনালেন রবিঠাকুরের লেখা গানের কিছু লাইন।-তথ্য ও ছবি-নারায়ণ সিংহরায়  

3/5

অন্যদিকে প্রকৃতির এই অপরূপ সুন্দর্য উপভোগ করতে সান্দকফুতে পর্যটকদের আসতে আহ্বান জানাচ্ছেন ওখানকার পর্যটক শিল্পের সাথে জড়িত হোমস্টে ব্যবসায়ী থেকে ল্যান্ড রোভার চালকরা। হোলিতে প্রচুর সংখ্যক পর্যটক এসেছেন সান্দাকফুতে। তাদের স্বাগত জানিয়েছে পর্যটক গাড়ির চালক প্রেমা তাসি বলেন পর্যটকদের স্বাগত জানাই। এবার প্রচুর বরফ পড়েছে। সবাইকে হ্যাপি হোলি। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহরায় 

4/5

জলপাইগুড়ি থেকে এসেছে ছোট্ট ময়ূরাক্ষী রায়। সাদা বরফে রংয়ের খেলায় মুগ্ধ সে।  -তথ্য ও ছবি-নারায়ণ সিংহরায়

5/5

সান্দাকফুর সাদা  চাদরের উপরে এবার হোলি একেবারেই অন্যরকম জলপাইগুড়ির বাসিন্দা লিপি পালের কাছে। হোলির জন্যই এখানে আসা। -তথ্য ও ছবি-নারায়ণ সিংহরায়