জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো : বর্ষশেষে ফেস্টিভ মুডে কলকাতা। জমজমাট অ্যাক্রোপলিস মল। মানুষের ঢল নেমেছে দ্য ওশেন ওয়ার্ল্ডে।
2/8
দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় মল অ্যাক্রোপলিস মল। কসবা অঞ্চলের এই মলটি বিনোদন কেন্দ্র হিসেবেও পরিচিত।
photos
TRENDING NOW
3/8
সেই অ্যাক্রোপলিস মলেই এবার বসেছে জলজ পার্ক। শহরে যা প্রথম। পোশাকি নাম, দ্য ওশেন ওয়ার্ল্ড।
4/8
ক্রিসমাসে আগে যেদিন এই জলজ পার্কটি চালু হয়, সেদিন সমুদ্রের প্রকৃতি দেখতে ও সামুদ্রিক প্রাণীদের সঙ্গে পরিচিত হতে ধাপা এলাকার শিশুদের আমন্ত্রণ জানিয়েছিল অ্যাক্রোপলিস কর্তৃপক্ষ।
5/8
বর্ষশেষেও এই জলজ পার্ক দেখতে অ্যাক্রোপলিস ভিড় করেছে বহু মানুষ।
6/8
ট্যালেন্ট হান্ট, স্ক্যাভেঞ্জার হান্ট, কিংবা ফ্য়াবুলাস ফিটনেস টিম রিল। ডিসেম্বর জুড়েই বিনোদনের হরেক আয়োজন ছিল অ্যাক্রোপলিস মলে।
7/8
কচিকাঁচাদের জন্য ছিল আঁকা ও হাতের কাজে প্রতিযোগিতা। প্রতি সপ্তাহে তাতে অংশগ্রহণ করেছিল ১০০ শিশু।
8/8
মল কিডস ট্যাটু কর্নার, ক্যান শুটিং কর্নার, বেলুন গান শুটিং, ফিড দ্য হাংরি সান্তা, বাউন্সি এবং ট্রামপোলিন রাইডের মতো জাদুকরী গেমও রয়েছে। জানুয়ারি পর্যন্ত কার্নিভাল চলবে অ্যাক্রোপলিস মলে ।