আবার বাড়ল Petrol-Diesel-র দাম, কলকাতায় লিটার পিছু ৯৪ টাকার বেশি
May 31, 2021, 11:08 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: সোমবার আবার বাড়ল Petrol এবং diesel-র দাম। বাজার খুলতেই oil marketing companie গুলি জানিয়েছে,Petrol-র নতুন দামের ওপর ২৯ পয়সা দাম বাড়ানো হল। Diesel-র দাম বাড়ল ২৪ পয়সা।
2/5
গোটা দেশ জুড়ে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে নাজেহাল মধ্যবিত্ত। একদিকে করোনার লকডাউন অন্যদিকে দফায় দফায় বেড়ে চলছে Petrol এবং diesel-র দাম। এতে ক্রমশ বাড়ছে বাজার দর।
photos
TRENDING NOW
3/5
দাম বেড়ে দিল্লিতে Petrol এবং diesel-লিটার পিছু ৯৪.২৩ টাকা ও ৮৫.১৫ টাকা। মুম্বইতে Petrol দাম লিটার পিছু ১০০.৪৭ টাকা। অন্যদিকে, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র ১০০ পার করেছে।
4/5
চলতি মে মাসেই এখনও পর্যন্ত ১৬ দিন পেট্রোল ও ডিজেলের দাম বেড়েছে।মে মাসের আগের দুই মাস দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া চলছিল। ওই সময় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধি সত্ত্বেও দেশের বাজারে পেট্রোল-ডিজেলের দাম বাড়েনি। সেই কোপটাই পড়ছে এখন।
5/5
এই মূল্যবৃদ্ধি আগামীদিনে বাজারদরকে আরও বাড়িয়ে দিতে পারে বলে মনে করা হচ্ছে।