লকডাউনেও খোলা পেট্রোল পাম্প, যদিও বাস বন্ধের হুঁশিয়ারি মালিক সংগঠনের

Jul 22, 2020, 17:45 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে করোনার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সপ্তাহে ২ দিন করে গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছে রাজ্য।

2/5

চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার লকডাউন থাকবে। পরের সপ্তাহে থাকবে বুধবার। দ্বিতীয় দিনটি সোমবার ঘোষণা করা হবে।  

3/5

লকডাউনের মধ্যে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া বাকি সবই বন্ধ থাকবে। 

4/5

তবে খোলা থাকবে পেট্রোল পাম্প। রাজ্য সরকারের তরফে টুইট করে জানানো হয়েছে যে  ২৩, ২৫ ও ২৯ জুলাই পেট্রোল পাম্প খোলা থাকবে। লকডাউনের মধ্যে যে গাড়িগুলির রাস্তায় চলাচল করার অনুমতি রয়েছে। তাদের জন্য পেট্রোল পাম্প খোলা থাকবে।

5/5

এদিকে এবার থেকে প্রতি সোমবার আবার পেট্রোল পাম্প বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বাসমালিক সংগঠনগুলি। তাদের স্পষ্ট ঘোষণা, "তেল থাকলে বাস চলবে। না থাকলে চলবে না।"