1/15
নিজস্ব প্রতিবেদন: জীবনের ট্র্যাকে শেষ রেসেটা দৌড়ে ফেললেন তিনি। ৯১ বছর বয়সে থামলেন ‘উড়ন্ত শিখ’। কোভিড আক্রান্ত হয়ে শুক্রবার রাতে প্রয়াত হলেন মিলখা সিং। কিংবদন্তির প্রয়াণে শোকস্তব্ধ ক্রীড়ামহল থেকে আপামোর দেশবাসী। 'পদ্মশ্রী' মিলখা সিংয়ের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের গোবিন্দপুর গ্রাম থেকে 'ফ্লাইং শিখ' হয়ে ওঠা। বিভিন্ন ঘাত-প্রতিঘাতের মধ্যে দিয়ে গিয়েছে তাঁর জীবন। ছবির কোলাজে কিংবদন্তি জীবনের নানা মুহূর্ত।
2/15
১৯২৯ সালে অবিভক্ত ভারতের পঞ্জাব প্রদেশের গোবিন্দপুর গ্রামে একটি শিখ রাজপুত পরিবারে জন্মগ্রহণ করেন মিলখা সিং। ১৫ জন ভাইবোনের মধ্যে ৮ জন দেশভাগের আগেই মারা যান। দেশভাগের সময়ও চোখের সামনে বাবা-মাকে খুন হতে দেখেন ছোট্ট মিলখা। দেশভাগের পর দিল্লিনিবাসী তাঁর এক দিদির কাছে আশ্রয় পায় মিলখা। সেই থেকে শুরু হয় জীবনযুদ্ধে নয়া লড়াই।
photos
TRENDING NOW
3/15
4/15
6/15
7/15
9/15
11/15
12/15
15/15
photos