বেশি বয়সে মা হলে, সন্তান ভাল মানুষ হয়, বলছে সমীক্ষা
Jun 18, 2021, 21:21 PM IST
1/4
নিজস্ব প্রতিবেদন: ৩০ পার করলেই যেন লাল সংকেত বাজতে থাকে। সন্তান নেওয়ার শেষ সময় এসে পড়েছে। নিকটবর্তী অনেকেই জানাতে থাকেন বেশি বয়সে মা হলে অনেক সমস্যা হতে পারে।
2/4
অনেকের মতে সন্তান বড় হতে না হতেই জোর চলে যায় শরীর থেকে। বিশেষত ৪০ পার করলেই একাধিক রোগ চেপে বসতে থাকে শরীরে। ফলে সন্তানের প্রতি তেমন মন দেওয়া যায় না। কিন্তু, এক্ষেত্রেও একটা ভাল দিক আছে।
photos
TRENDING NOW
3/4
সমীক্ষা বলছে, বেশি বয়সে মায়েরা সন্তানদের ভাল করে মানুষ করেন। এমনই তথ্য দেখা দিল ডেনমার্কের আর্হাস বিশ্ববিদ্যালয়ের একটি সমীক্ষায় । যেখানে দেখা গিয়েছে, ৩৫-এর পরে যাঁরা মা হচ্ছেন, তাঁরা অনেক ভাল ভাবে বড় করতে পারছেন সন্তানদের।
4/4
দেখা গিয়েছে, ৩০-র আগে সন্তান নিলে, সে যখন টিনেজারে পা দেয় তখন মায়ের শারীরিক পরিবর্তন আসে। অনেক সময় কড়া আচরণ দেখান। কিন্তু বেশি বয়সের মায়েরা তেমন কড়া হতে পারেন না। ফলে সন্তানরা মায়ের খেয়াল রাখার পাশাপাশি তাঁকে মনের কথা বলতে পারে।