ছবি: আর কিছুক্ষণের মধ্যেই দেওয়া হবে মণীশের দেহ! পুলিস, নেতায় ছয়লাপ NRS চত্বর
Oct 05, 2020, 18:49 PM IST
1/6
একটু পরেই দেওয়া হবে মণীশের দেহ। আর তার জেরেই নিশ্ছিদ্র নিরাপত্তা হাসপাতাল চত্বরে। টিটাগড়ে ফের শুটআউট। ভরসন্ধেয় থানার সামনেই খুন বিজেপির দাপুটে নেতা মনীশ শুক্লা। এলাকায় অর্জুন সিংয়ের ডানহাত বলেই পরিচিত ছিলেন মণীশ।
2/6
টিটাগড় থানার উল্টো দিকেই বিজেপি পার্টি অফিস। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধেয় গাড়ি থেকে নামতেই দুটি বাইকে চড়ে আসা চারজন দুষ্কৃতী মণীশ শুক্লাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে।
photos
TRENDING NOW
3/6
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রায় পনেরো থেকে ষোলো রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। যদিও পুলিস বলছে সাত রাউন্ড গুলি চালানো হয়েছে।
4/6
যারমধ্যে চারটি গুলি লাগে মণীশের মাথায়, পেটে এবং বুকে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বিজেপি নেতা। গুলির আওয়াজে থানার বাইরে ছুটে আসেন পুলিস কর্মীরা।
5/6
ততক্ষণে দুষ্কৃতীরা বিটি রোড ধরে শ্যামবাজারের দিকে পালিয়ে যায় বলে দাবি।
6/6
এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ঘটনাস্থলে পৌছয় বিশাল পুলিস বাহিনী। নামানো হয় র্যাফ ও কমব্যাট ফোর্স।