মডেলিংয়ের সময় কেমন ছিলেন মেলানিয়া, দেখুন মার্কিন ফার্স্টলেডির পুরনো রূপ

Feb 24, 2020, 16:56 PM IST
1/5

৪৫-তম মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের স্ত্রী হলেন মেলানিয়া ট্রাম্প। ৪৯ বছরের মেলানিয়া সাদা রঙের জাম্পস্যুট পরে সোমবার যখন ভারতে হাজির হন, তখন মার্কিন ফার্স্টলেডিকে কেন্দ্র করে ঝলসে উঠতে শুরু করে ক্যামেরার ফ্ল্যাশ 

2/5

১৯৭০ সালে স্লোভেনিয়ায় জন্মগ্রহণ করেন মেলানিয়া। মার্কিন ফার্স্টলেডির বাবা ভিক্টর ছিলেন একজন সেলসম্য়ান। অন্যদিকে তাঁর মা আমালিজা ছোটদের পোশাক তৈরি করতেন বলে জানা যায়। ফ্যাশন নিয়ে মায়ের যে আগ্রহ ছিল, সেই প্রভাবই পড়ে মেলানিয়ার উপর। মাত্র ৫ বছর বয়স থেকে ফ্যাশন শো করতে শুরু করেন মেলানিয়া। এরপর ১৬ বছর বয়সে মডেলিং নিয়ে কেরিয়ার শুরু করেন তিনি 

3/5

১৯৮৭ সালে স্লোভেনিয়ার একটি স্কুল থেকে ফ্যাশন নিয়ে পড়াশোনা শুরু করেন মেলানিয়া। ওই সালেই মাত্র ১৭ বছর বয়সে একটি ম্যাগাজিনে মডেল হিসেবে প্রথম উঠে আসে মেলানিয়ার ছবি 

4/5

মডেলিং শুরু করার পর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি মেলানিয়াকে। জিকিউ থেকে শুরু করে ফ্লোটাস-সহ একের পর এক ফ্য়াশন ম্যাগাজিনের কভারে দেখা যায় মেলানিয়ার ছবি 

5/5

২০০৫ সাল পর্যন্ত নিউ ইয়র্কের নামি ফ্যাশন শোগুলিতে হাজির হতেন মেলানিয়া। কিন্তু ২০০৪ সালে মেট গালার রেড কার্পেটে প্রথম ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় হয় মেলানিয়ার। পরিচয়ের এক বছর পর অর্থাত ২০০৫ সালেই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মেলানিয়া। ট্রাম্পের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ার পর থেকে ক্রমশ রেড কার্পেট এবং র্যাম্প শো থেকে দূরে সরে যেতে শুরু করেন মেলানিয়া। যদিও ২০০৭ সালে ভগ ম্যাগাজিনের ডিনারেও হাজির হন মেলানিয়া