Pics: অস্ট্রেলিয়ায় এই প্রথমবার ভারতের ক্ষমতা দেখাচ্ছে বায়ুসেনা
Jul 29, 2018, 16:01 PM IST
1/10
asia-pacific
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম বায়ুসেনার মহড়ায় অংশ নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার ডারউইনে বসেছে এই মহড়ার আসর। এই মহড়ায় যোগ দিয়েছে ১৬টি দেশের বায়ুসেনার জওয়ানরা। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
2/10
IAF9
রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (আরএএএফ) উদ্যোগে এই মহড়ার নাম 'পিচ ব্ল্যাক'। প্রথমবার এই ধরনের মহড়ায় অংশ নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা।
photos
TRENDING NOW
3/10
IAF8
রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রাতের বেলায় বিমান চালানো, মাঝ আকাশে জ্বালানি ভরার মতো প্রযুক্তি বিনিময় করবে দেশগুলি। এর সঙ্গে নানা ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণ রয়েছে।
4/10
IAF7
১৯৯০ সালে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মধ্যে 'পিচ ব্ল্যাক' মহড়া শুরু হয়। ভারত ও স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, ফিলিপিনস, সিঙ্গাপুর, সুইডেন, নিউজিল্যান্ড ও থাইল্যান্ড যোগ দিচ্ছে এই মহড়ায়।
5/10
IAF6
২৭ জুলাই শুরু হয়েছে মহড়া। চলবে ১৭ অগাস্ট পর্যন্ত।
6/10
IAF5
এই প্রথমবার 'পিচ ব্ল্যাক' মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। ২৪ জুলাই ভারতীয় দলটি অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছয়।
7/10
IAF4
চারটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান, একটি সি-১৩০ ও একটি সি-১৭ পরিবহণ বিমান নিয়ে মহড়া অংশ নিয়েছে ভারতীয় বায়ুসেনা।
8/10
IAF3
ভারতীয় বায়ুসেনার গ্লোব মাস্টার সি-১৭ ও হারকিউলিস সি-১৩০।
9/10
IAF2
অস্ট্রেলিয়ার ডারউইনে এই মহড়ায় অংশ নিয়েছেন প্রায় বিভিন্ন দেশের ৪,০০০ হাজার বায়ুসেনার জওয়ান। থাকছে ১৪০টি আধুনিক যুদ্ধবিমান।
10/10
IAF1
বিশ্বের শক্তিধর দেশের সামনে ভারতের ক্ষমতা দেখাতে তৈরি ভারতীয় বায়ুসেনার 'ম্যাগনিফিসেন্ট' দল।