Pics: অস্ট্রেলিয়ায় এই প্রথমবার ভারতের ক্ষমতা দেখাচ্ছে বায়ুসেনা

Jul 29, 2018, 16:01 PM IST
1/10

asia-pacific

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম বায়ুসেনার মহড়ায় অংশ নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার ডারউইনে বসেছে এই মহড়ার আসর। এই মহড়ায় যোগ দিয়েছে ১৬টি দেশের বায়ুসেনার জওয়ানরা। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বৃহত্তম বায়ুসেনার মহড়ায় অংশ নিয়েছে ভারত। অস্ট্রেলিয়ার ডারউইনে বসেছে এই মহড়ার আসর। এই মহড়ায় যোগ দিয়েছে ১৬টি দেশের বায়ুসেনার জওয়ানরা। ভারত, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

2/10

IAF9

রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (আরএএএফ) উদ্যোগে এই মহড়ার নাম 'পিচ ব্ল্যাক'। প্রথমবার এই ধরনের মহড়ায় অংশ নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা।

রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ার ফোর্সের (আরএএএফ) উদ্যোগে এই মহড়ার নাম 'পিচ ব্ল্যাক'। প্রথমবার এই ধরনের মহড়ায় অংশ নিতে চলেছে ভারতীয় বায়ুসেনা। 

3/10

IAF8

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রাতের বেলায় বিমান চালানো, মাঝ আকাশে জ্বালানি ভরার মতো প্রযুক্তি বিনিময় করবে দেশগুলি। এর সঙ্গে নানা ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণ রয়েছে।

রয়টার্সের রিপোর্ট অনুযায়ী, রাতের বেলায় বিমান চালানো, মাঝ আকাশে জ্বালানি ভরার মতো প্রযুক্তি বিনিময় করবে দেশগুলি। এর সঙ্গে নানা ধরনের প্রযুক্তিগত প্রশিক্ষণ রয়েছে।  

4/10

IAF7

 ১৯৯০ সালে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মধ্যে 'পিচ ব্ল্যাক' মহড়া শুরু হয়। ভারত ও স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, ফিলিপিনস, সিঙ্গাপুর, সুইডেন, নিউজিল্যান্ড ও থাইল্যান্ড যোগ দিচ্ছে এই মহড়ায়।

১৯৯০ সালে অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরের মধ্যে 'পিচ ব্ল্যাক' মহড়া শুরু হয়। ভারত ও স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, নেদারল্যান্ডস, ফিলিপিনস, সিঙ্গাপুর, সুইডেন, নিউজিল্যান্ড ও থাইল্যান্ড যোগ দিচ্ছে এই মহড়ায়। 

5/10

IAF6

  ২৭ জুলাই শুরু হয়েছে মহড়া। চলবে ১৭ অগাস্ট পর্যন্ত।

২৭ জুলাই শুরু হয়েছে মহড়া। চলবে ১৭ অগাস্ট পর্যন্ত। 

6/10

IAF5

এই প্রথমবার 'পিচ ব্ল্যাক' মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। ২৪ জুলাই ভারতীয় দলটি অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছয়।

এই প্রথমবার 'পিচ ব্ল্যাক' মহড়ায় অংশ নিচ্ছে ভারতীয় বায়ুসেনা। ২৪ জুলাই ভারতীয় দলটি অস্ট্রেলিয়ার ডারউইনে পৌঁছয়।   

7/10

IAF4

চারটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান,  একটি সি-১৩০ ও একটি সি-১৭ পরিবহণ বিমান নিয়ে ভারতের শক্তি দেখাতে তৈরি বায়ুসেনা।

চারটি এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমান,  একটি সি-১৩০ ও একটি সি-১৭ পরিবহণ বিমান নিয়ে মহড়া অংশ নিয়েছে ভারতীয় বায়ুসেনা। 

8/10

IAF3

ভারতীয় বায়ুসেনার গ্লোব মাস্টার সি-১৭ ও হারকিউলিস সি-১৩০।

ভারতীয় বায়ুসেনার গ্লোব মাস্টার সি-১৭ ও হারকিউলিস সি-১৩০। 

9/10

IAF2

অস্ট্রেলিয়ার ডারউইনে এই মহড়ায় অংশ নিয়েছেন প্রায় বিভিন্ন দেশের ৪,০০০ হাজার বায়ুসেনার জওয়ান। থাকছে ১৪০টি আধুনিক যুদ্ধবিমান।

অস্ট্রেলিয়ার ডারউইনে এই মহড়ায় অংশ নিয়েছেন প্রায় বিভিন্ন দেশের ৪,০০০ হাজার বায়ুসেনার জওয়ান। থাকছে ১৪০টি আধুনিক যুদ্ধবিমান।

10/10

IAF1

বিশ্বের শক্তিধর দেশের সামনে ভারতের ক্ষমতা দেখাতে তৈরি ভারতীয় বায়ুসেনার 'ম্যাগনিফিসেন্ট' দল।

বিশ্বের শক্তিধর দেশের সামনে ভারতের ক্ষমতা দেখাতে তৈরি ভারতীয় বায়ুসেনার 'ম্যাগনিফিসেন্ট' দল।