বিরাট লম্বা পা, নিজের সাইজের প্যান্ট পায় না যুবতী

 

Oct 08, 2020, 18:29 PM IST

 

 

1/5

নিজস্ব প্রতিবেদন: এত বড় পা, সঠিক সাইজের প্যান্ট পাওয়া যায় না তাঁর। তাই হাফ প্যান্ট বা হট প্যান্ট পরেই দিন কাটছে ও যুবতীর।

2/5

ওই কিশোরীর পায়ের দৈর্ঘ্যই চার ফুটের বেশি। নাম ম্যাকি কারিন।  আমেরিকার টেক্সাসের বাসিন্দা। সম্প্রতি বিশ্বে তারই দীর্ঘতম পা। গিনেস বিশ্ব রেকর্ডে নাম উঠেছে তাঁর। 

3/5

১৭ বছরের ম্যাকির মোট উচ্চতা ৬ ফুট ১০ ইঞ্চি। কিন্তু দেহের চেয়ে ৬০ শতাংশই বেশি পায়ে উচ্চতা। প্রায় ৫৩ ইঞ্চি পায়ের উচ্চতা।   

4/5

চার ফুটের বেশি লম্বা পা নিয়ে ইতিমধ্যে দু’টি বিশ্ব রেকর্ড করেছে ক্যানি। প্রথমটি দীর্ঘ এতদিন এই রেকর্ড ছিল রাশিয়ার একাটারিনা লিসিনার দখলে।  

5/5

লম্বা পা থাকার সুবিধার চেয়ে অসুবিধাই বেশি বলে জানিয়েছেন ক্যানি। তবে কোনও দিনই গিনেস বিশ্ব রেকর্ডে আবেদনের কথা ভাবেননি তিনি।ভবিষ্যতে মডেলিং করতে চান তিনি। বিশ্বের দীর্ঘতম মডেল হওয়ার রেকর্ডও করতে চান তিনি।