চলছে নিয়োগপ্রক্রিয়া, সবমিলিয়ে রেলে ৪ লক্ষ কর্মসংস্থানের ঘোষণা পীযূষের

Jan 23, 2019, 20:53 PM IST
1/5

রেলে ২ বছরের মধ্যে ৪ লক্ষ কর্মসংস্থান হতে চলেছে বলে ঘোষণা করলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। 

2/5

এদিন পীযূষ গোয়েল বলেন, ''গতবছর দেড় লক্ষের মতো কর্মসংস্থান দেওয়ার কাজ শুরু করেছিলাম। সেই প্রক্রিয়া এখনও চলছে''।

3/5

গোয়েল আরও বলেন,''দেড় লক্ষ লোকের চাকরি দেওয়ার কাজ চলছে। তাছাড়া আরও ১.৩২ লক্ষ শূন্যপদ রয়েছে। পরের বছর আরও ১ লক্ষ লোক অবসর নিতে চলেছেন। ফলে আগামী ২ বছরে আরও আড়াই লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে''। 

4/5

আগামী ২ মাসের মধ্যেই বর্তমান নিয়োগপ্রক্রিয়া শেষ হবে বলে আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রী। ২ বছরে সবমিলিয়ে একা রেলই ৪ লক্ষ কর্মসংস্থান দিতে চলেছে বলে দাবি পীযূষের।   

5/5

বছরে ২ কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদী। বিরোধীদের দাবি, কর্মসংস্থান তৈরি করতে পারেননি প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটে লোকসভা ভোটের আগে রেলে নিয়োগ করে জবাব দেওয়ার রাস্তা তৈরি করছে মোদী সরকার, মত অনেকের।