অন্যের কৃতিত্বে ভাগ বসাবেন না, বক্তব্যে বুঝিয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়

| Apr 25, 2019, 15:53 PM IST
1/5

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

অন্যের কৃতিত্বে তিনি ভাগ বসাবেন না। তার প্রয়োজনও নেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তিনি নিজের আলোতেই আলোকিত। 

2/5

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

১১ ম্যাচে সাত পয়েন্ট নিয়ে দিল্লি এখন আইপিএল পয়েন্ট টেবিলের দুই নম্বরে রয়েছে। এবার প্লে-অফে যাওয়ার আশা তাই রয়েছে তাদের। ২০১২-র পর থেকে আর আইপিএলের কোনও সংস্করণে প্লে-অফে পৌঁছতে পারেনি দিল্লি। 

3/5

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

এবার দিল্লির এমন প্রত্যাবর্তনে অনেকেই সৌরভ গঙ্গোপাধ্যায় ও রিকি পন্টিংকে কৃতিত্ব দিয়েছেন। এই দুই প্রাক্তন তারকা দলের পরামর্শদাতা হিসাবে যোগ দেওয়ার পর দিল্লি দলের ভোল পাল্টেছে। 

4/5

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

যদিও সৌরভ গঙ্গোপাধ্যায় কৃতিত্ব নিতে রাজি নন। তিনি বললেন, ''আমি কিন্তু মাঠে নেমে খেলিনি। ক্রিকেটাররা খেলেছে। আমার একার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। যা করার ক্রিকেটাররা করেছে। ওদের পারফরম্যান্সের জোরেই দিল্লি আজ এই জায়গায়।''

5/5

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

একা কৃতিত্ব নিলেন না সৌরভ

সৌরভের প্রশংসা শোনা গেল রিকি পন্টিংয়ের মুখেও। তিনি বললেন, ''ভারতীয় কন্ডিশন সম্পর্কে ওর অভিজ্ঞতা খুব কাজে লেগেছে। ক্রিকেটের প্রতি ও অনেক বেশি অনুগত। ওর প্যাশন, আবেগ আলাদা মাত্রা যোগ করে। আপনারা হয়তো সব সময় ডাগ-আউটের সব ছবি দেখতে পান না। না হলে বুঝতে পারতেন, সৌরভ মাঠের বাইরে থেকেও নিজেকে উজাড় করে দেয়।''