আপনার ছবি রয়েছে আধার কার্ডে, কাকে ভোট দিচ্ছেন জেনে যাবেন মোদী! বিস্ফোরক দাবি বিজেপি নেতার

Apr 16, 2019, 17:41 PM IST
1/9

BJP_1

হুঁশিয়ারির মাত্রা ছাড়ালেন গুজরাটের বিজেপি বিধায়ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী না কি প্রত্যেক বুথে ক্যামেরা লাগিয়ে রেখেছেন!

2/9

BJP_2

কে কংগ্রেসে ভোট দিচ্ছে, সব নজরই তিনি রাখছেন। এমন বিস্ফোরক দাবি করলেন ফতেহপুরের বিধায়ক রমেশ কাতারা। 

3/9

BJP_3

মঙ্গলবার, দাহোদ কেন্দ্রে বিজেপি প্রার্থী জসবন্ত সিনহ ভাভরের হয়ে প্রচার করছিলেন রমেশ কাতরা। 

4/9

BJP_4

দাহোদ কেন্দ্রের একটি গ্রামের জনসভায় রমেশকে বলতে শোনা যায়, ইভিএম-এ জসবন্ত ভাভরের ছবি ও পদ্ম ফুলের প্রতীক ভোট দেবেন। সব বুথে মোদী সাহাব ক্যামেরা বসিয়েছেন। 

5/9

BJP_5

সংবাদমাধ্যম এএনআই সূত্রে জানা গিয়েছে, রমেশ বলেছেন, বিজেপি বা কংগ্রেসে যেখানেই ভোট দিন না কেন, সব তথ্য জানা যাবে। কারণ আধার এবং অন্যান্য সচিত্র তথ্য রয়েছে সরকারের কাছে। 

6/9

BJP_6

তিনি আরও দাবি করেন, কম ভোট পড়লে সব জানা যাবে। তার সঙ্গে সরকারি চাকরি মিলবে না বলে দাবি করেন রমেশ।

7/9

BJP_7

রমেশের এই মন্তব্য প্রকাশ্যে আসার পর তীব্র সমালোচনা শুরু হয় রাজনৈতিক মহলে। বিজেপিকে এক হাত নেয় বিরোধীরা। 

8/9

BJP_8

লালু প্রসাদ যাদবের দল আরজেডি টুইটে জানায়, অসহায়, নির্বাক নাগরিককে এভাবে ভোট দেওয়ার জন্য চাপ তৈরি করা হচ্ছে। রমেশের মন্তব্যে ভোটে প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিরোধীরা। 

9/9

BJP_9

উল্লেখ্য, মেনকা গান্ধী, যোগী আদিত্যনাথ, সপা নেতা আজ়ম খান, বসপা সুপ্রিমো মায়াবতীকে বিদ্বেষমূলক মন্তব্যের জেরে নির্বাচন কমিশনের রোষের মুখে পড়তে হয়।