1/7
ক্ষমতায় আসলে তিন তালাক বিরোধী আইন তুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল গান্ধী। বৃহস্পতিবার কংগ্রেসের সংখ্যালঘু সম্মেলনের দলের বিধায়ক সুষমিতা দেব বলেন,''মুসলিম পুরুষ ও নারীদের মধ্যে বিবাদ লাগাতে তিন তালাক বিরোধী আইন এনেছে বিজেপি। ক্ষমতায় আসলে তা খারিজ করে দেওয়া হবে''। একইসুর শোনা যায় কংগ্রেস সভাপতির মুখে।
2/7
photos
TRENDING NOW
3/7
শুক্রবার ময়নাগুড়ির সভা থেকে এনিয়ে কংগ্রেসকে কাঠগড়ায় তুললেন নরেন্দ্র মোদী। বলেন,''মহিলাদের ক্ষমতায়ন চাই আমরা। তিন তালাক চালু করার ঘোষণা করে দিয়েছে কংগ্রেস। তিন তালাকের আইনের বিরোধিতা করছে। বলছে, আমরা এলে আইন বাতিল করে দেব। লক্ষাধিক মুসলিম বোন-মেয়েদের বিশ্বাসভঙ্গ করেছে কংগ্রেস। কংগ্রেস আবার দেখিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্ট মানে না ওরা। শীর্ষ আদালত তিন তালাক অসাংবিধানিক ঘোষিত করে দিয়েছে। সাহ বানো মামলায় যে ভুল করেছিলেন রাজীব গান্ধী, সেটা আবার করছে তারা। কী ভয়ঙ্কর পর্যায়ের মধ্যে দিয়ে যান তিন তালাকের শিকার মহিলারা''।
4/7
তৃণমূল নেত্রীকে মোদীর প্রশ্ন,''পশ্চিমবঙ্গের অনেক বোনেরা এই ধরনের অত্যাচারের মধ্যে দিয়ে গিয়েছেন। দীর্ঘদিন ধরে তিন তালাক বিরোধী আইন দাবি করেছিলেন তাঁরা। কিন্তু তোষণের জন্য সব সীমা পার করে দিয়েছে কংগ্রেস। পশ্চিমবঙ্গে তৃণমূলকে জিজ্ঞাসা করছি, আপনি একজন মহিলা, কেন তিন তালাক আইনের বিরোধিতা করছেন? ভোট বেশি দামি না মুসলিম মা-বোনেদের জীবন। সবাইকে প্রতিশ্রুতি দেব, তিন তালাক আইন হঠাতে দেব না। মহিলাদের ন্যায় নিশ্চিত করতে বদ্ধপরিকর বিজেপি''।
5/7
6/7
7/7
photos