1/5
মোদীর আমেরিকা সফর
2/5
মোদীর আমেরিকা সফর
বিদেশমন্ত্রক টুইটে বলেছে, আরও এক ভারতীয় বংশোদ্ভূত সিইও যার সঙ্গে প্রধানমন্ত্রীর দেখা হয়েছিল তিনি জেনারেল অ্যাটমিক্সের প্রধান বিবেক লাল। ভারত কীভাবে ড্রোন প্রযুক্তি গ্রহণ করেছে তা নিয়ে আলোচনার পাশাপাশি নতুন পথ সংস্কার এবং পিএলআই স্কিমের মতো বিষয় নিয়ে আলোচনা করেছে। "তারা ভারতে প্রতিরক্ষা প্রযুক্তি খাতকে শক্তিশালী করার কথা বলেছিল। ভারতে প্রতিরক্ষা এবং উদীয়মান প্রযুক্তি উৎপাদন এবং সক্ষমতা বৃদ্ধির জন্য সাম্প্রতিক নীতি পরিবর্তনের প্রশংসা করেন লাল।"
photos
TRENDING NOW
3/5
মোদীর আমেরিকা সফর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে, কোয়ালকমের CEO ক্রিস্টিয়ানো আমন ভারতের সঙ্গে ট্রান্সফরমেশন কর্মসূচিতে কাজ করার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। শীর্ষ কর্তারা সেমিকন্ডাক্টরের ঘাটতি মেটাতে ভারতের সঙ্গে কাজ করার ব্যাপারে কোম্পানির প্রধানরা আগ্রহও প্রকাশ করেন। প্রধানমন্ত্রী মোদি কোয়ালকমকে production-linked incentive (PLI) স্কিমের সুবিধা নিয়ে উৎপাদনের ক্ষেত্রে ভারতের প্রতিভার উপর বিশ্বাস করার আহ্বান জানান।
4/5
মোদীর আমেরিকা সফর
5/5
মোদীর আমেরিকা সফর
photos