ছবি: আচমকা সাতসকালে সাধারণের মতো গুরুদ্বারে হাজির PM Modi
Dec 20, 2020, 13:04 PM IST
1/6
নিজস্ব প্রতিবেদন: পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল না। রবিবার সকালে আচমকা দিল্লির রকাবগঞ্জ সাহিব গুরুদ্বারে হাজির হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কৃষি আইন প্রত্যাহারের দাবিতে দিল্লির সন্নিকটেই চলছে কৃষকদের আন্দোলন। তখন প্রধানমন্ত্রীর গুরুদ্বার-দর্শন তাৎপর্যপূর্ণ বলে মত ওয়াকিবহাল মহলের।
2/6
আম দর্শনার্থীর মতোই এ দিন রকাবগঞ্জ গুরুদ্বারে যান মোদী। সর্বোচ্চ ত্যাগের জন্য গুরু তেগ বাহাদুরকে শ্রদ্ধা জানান।
photos
TRENDING NOW
3/6
এ দিন প্রধানমন্ত্রী আম আদমির মতোই হাজির হন গুরুদ্বারে। আগে থেকে নির্ধারিত না থাকায় ট্রাফিক বা নিরাপত্তার কোনও ব্যবস্থাপনা ছিল না বলে জানিয়েছেন আধিকারিকরা।
4/6
গুরুদ্বারে সাধারণ মানুষের সঙ্গে ছবি তুলতেও দেখা গিয়েছে প্রধানমন্ত্রীকে। হাসিমুখে বিলিয়েছেন গ্রুপফি ও সেলফি।
5/6
শনিবার ছিল গুরু তেগ বাহাদুরের মৃত্যুবার্ষিকী। টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, 'রকাবগঞ্জ সাহিব গুরুদ্বারে সকালে প্রার্থনা করলাম। এখানে গুরু তেগ বাহাদুরজির শেষকৃত্য সম্পন্ন হয়েছিল। নিজেকে ধন্য মনে করছি। বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের মতো উনি আমাকেও অনুপ্রাণিত করেছেন।'
6/6
এক মাস হতে চলল কৃষকরা বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীদের কিয়দংশই পঞ্জাব ও হরিয়ানার কৃষক। এই প্রেক্ষাপটে গুরুদ্বারে গিয়ে শিখদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী, মনে করছেন অনেকেই।