Central Vista, PM Modi: দিল্লিতে নির্মীয়মাণ সংসদ ভবন পরিদর্শনে মোদী

Apr 24, 2023, 18:06 PM IST
1/7

জ্যোর্তিময় কর্মকার: আগাম কোনও খবর ছিল না। হঠাৎ-ই দিল্লিতে নির্মীয়মাণ সংসদ ভবন পরিদর্শনে প্রধানমন্ত্রী। প্রায় এক ঘণ্টা ধরে লোকসভা ও রাজ্যসভা কক্ষের যাবতীয় ব্যবস্থা খতিয়ে দেখলেন মোদী। কথা বললেন নির্মাণকর্মীদের সঙ্গেও।

2/7

ভেঙে ফেলা হচ্ছে বহু পুরনো বহুতলও! মোদী জমানায় দিল্লিতে তৈরি হচ্ছে নয়া সাংসদ ভবন।

3/7

রাজধানীতে ৩.২ কিমি এলাকা জুড়ে চলছে নয়া সাংসদ ভবন তৈরি কাজ। সবমিলিয়ে খরচ ২০ হাজার কোটি টাকা। 

4/7

প্রকল্পের নাম, সেন্ট্রাল ভিস্তা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি এই প্রকল্পের ভূমিপুজো করেছিলেন প্রধানমন্ত্রী। কাজ শেষ হওয়ার কথা ২১ মাসের মধ্যে।

5/7

তখনও করোনার গ্রাসে ভারত। বিপুল টাকা খরচ কেন সংসদ ভবন নির্মাণ? প্রশ্ন তুলেছিল বিরোধীরা। এমনকী, জনস্বার্থ মামলা দায়ের করেছিল দিল্লি হাইকোর্ট।

6/7

বিরোধীদের অভিযোগে আমল দেয়নি আদালত। রায়ে জানানো হয়, 'সেন্টাল ভিস্তার (Central Vista) নির্মাণ একান্ত প্রয়োজনীয়। এর বিরুদ্ধে যে জনস্বার্থ মামলা হয়েছিল তা উদ্দেশ্যপ্রণোদিত ও যথাযথ নয়।'

7/7

 কাজ চলছে জোরকদমে। এদিন সন্ধ্যায় নির্মীয়মাণ সংসদ ভবনে সারপ্রাইজ ভিজিট করেন প্রধানমন্ত্রী।