৩ অক্টোবর বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গপথ অটল টানেলের উদ্বোধন করবেন মোদী

Oct 01, 2020, 17:08 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: সময় ধরা হয়েছিল ৬ বছর। তবে শেষ হতে হতে লাগল ১০ বছর। পুজোর আগেই খুলে যাচ্ছে বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গপথ-   অটল টানেল। ৩ অক্টোবর  উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০০০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী সুড়ঙ্গপথটি নির্মাণের সিদ্ধান্ত নিয়েছিলেন। 

2/5

শীতে বরফ পড়ায় ৬ মাস বন্ধ থাকে মানালি থেকে লেহ সড়কপথ। এবার সারাবছরই সংযোগরক্ষা সম্ভব হবে। তৈরি হয়ে গিয়েছে ৯.২ কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গপথ। প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর নামে নামকরণ করা হয়েছে। 

3/5

সমুদ্রপৃষ্ঠ থেকে ১০ হাজার ফুট উঁচুতে তৈরি হয়েছে টানেল। দৈর্ঘ্য ৯.২ কিলোমিটার। এটাই বিশ্বের দীর্ঘতম সুড়ঙ্গপথ।

4/5

প্রধানমন্ত্রীর দফতর সূত্রের খবর, ৩ অক্টোবর হিমাচলপ্রদেশ যাবেন প্রধানমন্ত্রী। টানেল উদ্বোধনের পর ফিরে আসবেন দিল্লিতে। উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। 

5/5

অটল টানেল দিয়ে প্রতিদিন যেতে পারে ৩০০০ গাড়ি ও ১৫০০ ট্রাক। সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। মানালি থেকে লেহ যাত্রার সময় বাঁচবে ৪ থেকে ৫ ঘণ্টা।