Narendra Modi: বিজয়কেতন উড়িয়ে মাকে প্রণাম, গান্ধীনগরের বাড়িতে মোদী

Mar 11, 2022, 23:52 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: চার রাজ্য জয় করে গুজরাট সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। রাজনৈতিক কর্মসূচির ফাঁকে গেলেন নিজের বাড়িতে। দেখা করলেন মা হিরাবেনের সঙ্গে। একসঙ্গে বসে খেলেন দু'জনে।

2/5

উত্তরপ্রদেশের 'গড়' ধরে রাখল বিজেপি। উত্তরাখণ্ড, মণিপুর ও গোয়ায় বিধানসভা ভোটেও গেরুয়াশিবিরেরই জয়জয়কার। পাঞ্জাবে আবার কংগ্রেসকে ধরাশায়ী করল অরবন্দি কেজরিওয়ালের আম আদমি পার্টি।

3/5

বৃহস্পতিবার, পাঁচ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের দিনেই দিল্লি বিজয়ের সুর বেঁধে দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  স্পষ্টতই বলেছেন, '২০১৯-এর লোকসভা নির্বাচনে বিজেপি জয়লাভ করার পর কিছু রাজনৈতিক বিশ্লেষক বলেছিলেন, এই জয়ে এমন কী রয়েছে? ২০১৭-তেই তো এই ফল ঠিক হয়ে গিয়েছিল। আশা করি, তাঁরা এবারও একই কথা বলবেন। ২০২২-এই ২০২৪-এর ফলাফল ঠিক হয়ে গিয়েছে'।

4/5

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের ফলপ্রকাশের পর এবার নিজের রাজ্যে মোদী। দু'দিনের সফরে গুজরাটে গিয়েছেন প্রধানমন্ত্রী। 

5/5

সকালে আহমেদাবাদে রোড শো করেন মোদী। তারপর গান্ধীনগরে নিজের বাড়িতে যান। একসঙ্গে খাওয়া-দাওয়ার পর মায়ের পা ছুঁয়ে আর্শীবাদ নিতেও দেখাো যায় তাঁকে।