মোদী সরকারের বড় সাফল্য, পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ মেনে নিল চিন

Nov 28, 2018, 23:56 PM IST
1/7

পাক অধিকৃত পাকিস্তানের নয়, বরং ভারতের অভিন্ন অংশ। শেষপর্যন্ত মানতে বাধ্য হল চিন।

2/7

২৩ নভেম্বর করাচিতে চিনা দূতাবাসে সন্ত্রাসী হামলা হয়েছিল। ওই হামলার খবর করেছিল চিনের সরকারি চ্যানেল সিজিটিএন।

3/7

ওই খবর চলাকালীন পাকিস্তানের মানচিত্র দেখিয়েছিল চ্যানেলটি। তাতে দেখানো হয়েছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতের অংশ।

4/7

বলে রাখি, চিনা সরকারের অনুমোদন ছাড়া সিটিজিএন চ্যানেলে কোনও খবর সম্প্রচারিত হয় না। ফলে এটি চিনা সরকারের অনুমতি ছাড়া দেখানো হয়নি বলেই মনে করছে কূটনৈতিক মহল। 

5/7

কূটনৈতিক মহলের একাংশের মতে, এমনটা করে পাকিস্তানকে সতর্ক করেছে বেজিং। চিনা দূতাবাসে হামলায় চটে গিয়েছে তারা। 

6/7

বলে রাখি, এর আগে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অবিচ্ছেদ্য অংশ মনে করত না চিন। চিন-পাকিস্তানের মধ্যে সিপেকে প্রকল্প কোটি কোটি টাকার বিনিয়োগ সত্ত্বেও যেভাবে চিন ডিগবাজি খেল, তাতে ভারতের জয় দেখছেন অনেকে।  

7/7

আর্জেন্টিনায় ২৮-২ ডিসেম্বর পর্যন্ত বসছে জি-২০-র আসর। সেখানে সাক্ষাত্ হওয়ার কথা শি জিনপিং ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।