Basirhat: তৃণমূল নেতা খুনে অভিযুক্ত, ফেরার ২ জনের বিরুদ্ধে ঢেঁড়া পিটিয়ে হুলিয়া জারি পুলিসের

Jan 09, 2022, 17:23 PM IST
1/5

রীতিমতো ঢেঁড়া দিয়ে তৃণমূল নেতা খুনে অভিযুক্তদের ধরতে আসরে নামল পুলিস। হ্যান্ড মাইক নিয়ে তা জাননো হল গ্রামবাসীদের।  

2/5

রবিবার বসিহাটের মাটিয়া থানার আকিপুরে এমন ঘটনায় কিছুটা অবাক গ্রামবাসী। এক পুলিস কর্মী মাইকে সেই হুলিয়া পড়ে শোনান। অন্যজন ঢোল বাজিয়ে গ্রামবাসীদের জড়ো করেন।

3/5

গত ৮ অক্টোবর বসিরহাটের মাটিয়া থানার চাঁপাপুকুরে বাইকে চড়ে বাড়ি ফেরার পথে তৃণমূল নেতা মোফাজ্জল হককে(আকু) গুলি করে কুপিয়ে খুন করা হয়।

4/5

ওই ঘটনায় এখনওপর্যন্ত ৪ জনকে মুম্বই থেকে গ্রেফতার করেছে পুলিস। বাকী ২ জনের খোঁজ না মেলায় তাদের বিরুদ্ধে হুলিয়া জারি করে আদালত। সেই নির্দেশ মতো আজ পুলিস গ্রামে গিয়ে আদালতের নির্দেশ ঢাকডোল পিটিয়ে জানিয়ে দেয়।

5/5

যে দুজনের বিরুদ্ধে হুলিয়া জারি করা হয়েছে তারা হল নাজিমুল ইসলাম  ও শাজাহান মণ্ডল। পাশাপাশি আকিপুরে ওই দুজনের বাড়িতে আদালতের নির্দেশনামা সাঁটিয়ে দিয়ে আসে পুলিস। জানিয়ে দেওয়া হয় আদালত কিংবা মাটিয়া থানায় আত্মসমর্পণ করতে হবে নয়তো তাদের সব সম্পত্তি বাজেযাপ্ত করা হবে।