WB HS 2023: মানবিক পুলিস! উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সন্তান সামলালেন কনস্টেবল....
Mar 27, 2023, 08:26 PM IST
1/7
মনোরঞ্জন মিশ্র: মা তখন উচ্চ মাধ্যমিক দিচ্ছেন। আর সন্তান? পরীক্ষাকেন্দ্রে বাইরে ৭ মাসের শিশুকে সামলাচ্ছেন রাজ্য পুলিসের এক মহিলা কনস্টেবল। এমনই ছবি দেখা গেল পুরুলিয়া ঝালদায়।
2/7
১৪ থেকে মার্চ থেকে শুরু হয়েছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল এদিন। রাজ্যের ২৩৫ পরীক্ষাকেন্দ্রকে স্পর্শকাতর ঘোষণা করেছিল সংসদ। সঙ্গে পরীক্ষা চলাকালীন মোবাইলে ব্যবহার রুখতে ছিল বিশেষ নজরদারিও।
photos
TRENDING NOW
3/7
স্কুলের গণ্ডি পেরোনোর আগেই বিয়ে হয়ে গিয়েছে পুরুলিয়ার ঝালদার বাসিন্দা মকরেস্বরী সিং মুড়ার। তাঁর শিশুসন্তানের বয়স এখন ৭ মাস।
4/7
এবছর ঝালদারই খামার হাই স্কুলে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিল মকরেস্বরী। সিট পড়েছিল ঝালদা উচ্চ বালিকা বিদ্যালয়ে।
5/7
শেষদিনে সন্তানকে সঙ্গে নিয়েই পরীক্ষাকেন্দ্রে হাজির হয় ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। কিন্তু সন্তানকে কোলে নিয়ে আর পরীক্ষা দেওয়া যাবে না! মুশকিল আসান করলেন রাজ্যে পুলিসের এক মহিলা কনস্টেবল।
6/7
উচ্চ মাধ্যমিক চলাকালীন ঝালদা উচ্চ বালিকা বিদ্যালয়ের বাইরে ডিউটি করছিলেন মহিলা কনস্টেবল গীতা মাঝি। ঝালদা থানাতেই কর্মরত তিনি
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.