অনলাইনে ব্যাডমিন্টন ট্রেনিং চলছিল, হঠাত্ স্ক্রিনে ভেসে উঠল পর্ন ছবি ... তারপর

Apr 24, 2020, 21:40 PM IST
1/5

লকডাউনের কারণে সারাদেশে বন্ধ খেলাধুলা। ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এবং সাই (SAI)এর যৌথ উদ্যোগে উঠতি ব্যাডমিন্টন কোচদের জন্য একটি অনলাইন প্রশিক্ষণ শিবির আয়োজন করা হয়।

2/5

৭০০ জনের বেশি উঠতি কোচ, উঠতি খেলোয়াড় এমনকি অভিভাবকরাও যোগ দিয়েছিলেন এই অনলাইন কোচিং শিবিরে।  

3/5

এমনকি পুলেল্লা গোপীচাঁদ, অগাস ডি স্যান্টোসো ও নামরি সুরোটোদের মতো নামকরা প্রশিক্ষক ছিলেন এই অনলাইন কোচিং এর দায়িত্বে।

4/5

জুম অ্যাপে প্রশিক্ষণ চলাকালীন হঠাত্ই স্ক্রিনে ফুটে ওঠে পর্ন ছবি! কীভাবে এই পর্ন পপ আপে চলে এল প্রশিক্ষণের মাঝে তা নিয়ে কোনও ধারণা নেই কারোর। এরপরেই বিব্রত হয়ে নিজেকে সরিয়ে নেন গোপীচাঁদ।  

5/5

যদিও জুম অ্যাপ ব্যবহার করা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক সতর্ক করেছিল তারপরেও কীভাবে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই অ্যাপের ব্যবহার চলছিল তা নিয়ে প্রশ্ন থাকছেই।