মমতাকে ব্যঙ্গচিত্র পোস্টারে 'স্বাগত' জানাল দিল্লি, নেপথ্যে বিজেপি?

Feb 13, 2019, 18:27 PM IST
1/6

দিল্লিতে পাল্টা মমতার ব্যঙ্গচিত্র এঁকে বিজেপি জবাব দিল। লেখা হয়েছে, দিদি এখানে হাসতে মানা নেই। গণতন্ত্রে রয়েছেন আপনি। কোথাও লেখা হয়েছে, কেউ বক্তব্য রাখা থেকে আপনাকে আটকাবে না দিদি। 

2/6

যন্তরমন্তর রোড, বঙ্গ ভবন ও উইন্ডসোর প্যালেস সার্কেল এলাকায় লেগেছে পোস্টারগুলি।   

3/6

যন্তরমন্তরে অরবিন্দ কেজরিওয়ালের ধরনায় এদিন হাজিরা দিতে দিল্লিতে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।   

4/6

অতিসম্প্রতি বাংলায় যোগী আদিত্যনাথ ও অমিত শাহের হেলিকপ্টার অবতরণের অনুমতি না দেওয়া নিয়ে শুরু হয় বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গণতন্ত্রের কণ্ঠরোধের অভিযোগ তোলে বিজেপি।     

5/6

দিল্লিতে পাল্টা মমতার ব্যঙ্গচিত্র এঁকে বিজেপি জবাব দিল। লেখা হয়েছে, 'দিদি এখানে হাসতে মানা নেই। গণতন্ত্রে রয়েছেন আপনি'। 

6/6

কোথাও আবার লেখা হয়েছে, 'কেউ বক্তব্য রাখা থেকে আপনাকে আটকাবে না দিদি'।