Typhoon: ভয়ঙ্কর টাইফুনে তছনছ দক্ষিণ-মধ্য ফিলিপিন্স, মৃত বহু

Dec 19, 2021, 19:46 PM IST
1/5

মৃত্যু কমপক্ষে ১০৮ জনের

Typhoon lashes south Philippine

ভয়ঙ্কর টাইফুনে তছনছ দক্ষিণ ও মধ্য ফিলিপিন্স। এখওপর্যন্ত ওই টাইফুনে মৃত্যু হয়েছে ১০৮ জনের। বহু মানুষ ঘরছাড়া। দুর্গতদের কাছে পানীয় জল ও খাবার পৌঁছনোর চেষ্টা করছে প্রশাসন।

2/5

নিরাপদ আশ্রয়ে ৩ লাখ মানুষ

At least 3 laks people fled from sea sore

সমুদ্র তটবর্তী এলাকার ঘর ও রিসর্টগুলি থেকে পালিয়ে নিরাপদ জায়গায় আশ্রয় নিয়েছেন কমপক্ষে ৩ লাখ মানুষ। 

3/5

জল বিদ্যুতের হাহাকার

Power supply and communication cut off

দক্ষিণ ও মধ্য ফিলিপিন্সের অধিকাংশ জায়গায় বিদ্যুত্ নেই।  মোবাইল পরিষেবা বন্ধ। বেশিরভাগ গ্রামেই ঢুকে গিয়েছে সমুদ্রের নোনা জল। হাসপাতাল, সরকারি ভবন, সাধারণ মানুষের ঘরবাড়ির ছাদ আস্ত নেই। ফলে মনে করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

4/5

ঝড়ের গতি ছিল প্রায় ২০০ কিমি প্রতি ঘণ্টা

Typhoon Rai

ভয়ঙ্কর এই টাইফুনের নাম রাই। বাতাসের সর্বোচ্চ গতি ছিল ১৯৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

5/5

স্বাভাবিক ছন্দে ফিরতে অনেক সময় লাগবে

Red Cross in relief operation

পরিস্থিতি এতটাই খারাপ যে ত্রাণ ও উদ্ধারকাজে নামানো হয়েছে সেনা, পুলিস, কোস্টগার্ডকে। ত্রাণে হাত লাগিয়েছে রেডক্রশ ও রেড ক্রিসেন্টের মতো সংগঠন। রেড ক্রসের আধিকারিক আলাবার্তো বোকানেগরা জানিয়েছেন, যে ভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তাতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনে ফিরে আসতে বহুদিন লেগে যাবে।