1/5
২০১৬ সালের ২৪ সেপ্টেম্বর। জীবনের কালো দিন হিসাবে মনে করেন হুগলির ধনেখালির প্রজ্ঞা দেবনাথ। ‘একটু দরকার আছে, কলকাতায় যাচ্ছি, ফিরতে দেরি হতে পারে...’ এই বলে সেদিন বাড়ি থেকে বেরিয়েছিল সে । আর ফেরেনি । বাবা সন্ধ্যাবেলায় ফোন করেছিলেন, ‘নট রিচেবল’ । ব্যস, মেয়েই যে এইভাবে সব পরিসীমার বাইরে চলে যাবে, তা ভাবতেও পারেননি বাবা-মা ।
2/5
প্রজ্ঞা দুদিন বাদে ফোন করেছিল, জানিয়েছিল সে ইসলাম ধর্ম নিয়েছে, যদি তার বাবা-মা মেনে নিতে পারে, তবে ফিরে আসবে। আকাশ ভেঙে পড়েছিল প্রজ্ঞার গোটা পরিবারের মাথায়। মা রাগ করে বলেছিলেন, “তোকে আর ফিরতে হবে না।” এখন জীর্ণ বাড়ির ভাঙা বারান্দার ধারে বসে আফসোস করেন মা, বলেন, “সেদিন যদি বুঝিয়ে মেয়েটাকে ঘরে ফেরাতে পারতাম, তবে হয়তো এই দিন দেখতে হতো না!”
photos
TRENDING NOW
3/5
4/5
5/5
প্রজ্ঞা নাকি বাড়িতে পুজো করত, পাড়ার পুজোতে উপোস করত, সেই মেয়ে কীভাবে ধর্মান্তরিত হল! ভাবতেও পারছেন না প্রজ্ঞার বাবা-মা। বাবা অবশ্য বলছেন, “ফোনটাই কাল হয়েছে, কে যে ফোন করেছিল আর কীভাবে যে ওর মাথায় এসব ঢোকাল কে জানে!” মাধ্যমিক, উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরিয়ে স্নাতক পাশ করেছিল প্রজ্ঞা। বাবা-মার আর্থিক অনটন বরাবরের। তারমধ্যেই দুই ছেলেমেয়েকে ‘মানুষ’ করতে চেয়েছিলেন। মেয়ে চলে গিয়েছে হাতের বাইরে! ছেলেটাকে নিয়ে চলছে পুলিস, আইনের টানাহিঁচড়ে! অসহায় প্রৌঢ় দম্পতি এখন ছেড়েছেন সব ভগবানের হাতে।
photos