Amul Milk: মঙ্গলবার থেকে দামী হচ্ছে আমুল দুধ, জেনে নিন নতুন দাম

Feb 28, 2022, 20:13 PM IST
1/5

দাম বাড়ছে আমুল দুধের। দুধে লিটারপিছু ২ টাকা বাড়িয়ে দিল গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন।

2/5

মঙ্গলবার থেকে ওই বাড়তি দাম দিতে হবে গ্রাহকদের। গোটা দেশেই ওই নতুন দান লাগু হবে আগামিকাল থেকে।

3/5

আমুল প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, আহমেদাবাদ ও সৌরাষ্ট্র অঞ্চলে আমুল গোল্ডের প্রতি ৫০০ মিলিলিটার প্যাকের দাম পড়বে ৩০ টাকা।

4/5

আমুল তাজা কিনতে গেলে দিতে হবে ৫০০ মিলি লিটারে ২৪ টাকা।  

5/5

অন্যদিকে, আমুল শক্তি-র ৫০০ মিলি লিটার প্যাকের দাম পড়বে ২৭ টাকা। উল্লেখ্য, আসলে দাম বাড়ছে এমআরপি-র উপরে ৪ শতাংশ।