৯০ বছর গোপন কুঠুরিতে বন্দি থাকবে ব্রিটিশ রাজপরিবারের উইল! কিন্তু কেন?

Sep 17, 2021, 18:46 PM IST
1/6

ব্রিটিশ রাজপরিবারের উইল

Queen Elizabeth's late husband Prince Philip's will

অন্তত ৯০ বছর গোপন থাকবে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের প্রয়াত স্বামী প্রিন্স ফিলিপের করা উইল, লন্ডনের হাই কোর্টের এক বিচারক রায়ে এমনটাই জানিয়েছেন। 

2/6

ব্রিটিশ রাজপরিবারের উইল

Queen Elizabeth's late husband Prince Philip's will

কিন্তু কেন এমন সিদ্ধান্ত? রাজপরিবারের মর্যাদা রক্ষায় এই উইল গোপন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান হয়েছে। ৯৯ বছর বয়সে গত ৯ এপ্রিল উইন্ডসর প্রাসাদে মৃত্যু হয় প্রিন্স ফিলিপের। 

3/6

ব্রিটিশ রাজপরিবারের উইল

Queen Elizabeth's late husband Prince Philip's will

বিচারক অ্যান্ড্রু ম্যাকফারলেন জানান, প্রিন্সই সর্বপ্রথম রাজ পরিবারের যে সদস্যের উইল গোপন রাখা হয়। প্রিন্স ফ্রান্সিসের মৃত্যুর পর উইলের সঙ্গে ৩০টি খামও গোপন রাখা হয়, এমনটাও জানা যায়। 

4/6

ব্রিটিশ রাজপরিবারের উইল

Queen Elizabeth's late husband Prince Philip's will

ম্যাকফারলেন বৃহস্পতিবার প্রকাশিত এক রায়ে বলেছিলেন, সার্বভৌমত্বের মর্যাদা রক্ষার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এও বলা হয়, উইল সিল করার আবেদনটি পরিবারের তরফে জানান হয়েছে। 

5/6

ব্রিটিশ রাজপরিবারের উইল

Queen Elizabeth's late husband Prince Philip's will

সর্বশেষ যার উইল গোপন করা হয়েছে তিনি হলেন রানি দ্বিতীয় এলিজাবেথের মা এলিজাবেথ এবং তার বোন প্রিন্সেস মার্গারেটের।

6/6

ব্রিটিশ রাজপরিবারের উইল

Queen Elizabeth's late husband Prince Philip's will

৯৫ বছর বয়সী রানি এলিজাবেথ প্রায় ৭০ বছর একসঙ্গে জীবন কাটান প্রিন্স ফিলিপ। ব্রিটিশ রাজপরিবারের ইতিহাসে তিনি কোনও রাজা বা রানির সবচেয়ে দীর্ঘদিনের জীবনসঙ্গী ছিলেন।