ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন ভারতীয় বংশোদ্ভূত প্রীতি প্যাটেল

Jul 25, 2019, 10:49 AM IST
1/5

S 5

S 5

বরিস জনসন মন্ত্রিসভায় বড়সড় দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত কনসারভেটিভ নেতা প্রীতি প্যাটেল।

2/5

S 4

S 4

এই প্রথম ব্রিটেনের স্বরাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নিলেন কোনও ভারতীয় বংশোদ্ভূত নেতা। সাজিদ ডেভিডের স্থলাভিষিক্ত হলেন প্রীতি।

3/5

S 3

S 3

সংবাদমাধ্যমে প্রীতি প্যাটেল বলেন, দেশের নিরাপত্তার জন্য যা করতে হয় তা করব। রাস্তায় যে অপরাধ সংঘটিত হয় তারও মোকাবিলা করা হবে। সামনে যে চ্যালেঞ্জ আসছে তার মোকাবিলা করব।

4/5

S 2

S 2

ব্রেক্সিট বিরোধী প্রীতি প্যাটেল আরও বলেন, নতুন মন্ত্রিসভা আধুনিক ব্রিটেনের প্রতিনিধি হবে। পাশাপাশি তা আধুনিক কনজারভেটিভ পার্টিরও প্রতিনিধি হবে।

5/5

s 1

s 1

২০১০ সালে প্রথমবার দলের এমপি নির্বাচিত হন প্রীতি প্যাটেল। ডেভিড ক্যামেরনের খুব কাছের মানুষও ছিলেন। ব্রিটেনের ভারত সম্পর্কিত নীতি নির্ধারনের ক্ষেত্রে তিনি অগ্রনী ভূমিকা পালন করতেন।