1/6
2/6
প্রিয়াঙ্কা মহাসচিব হওয়ার পর রাহুলের নেতৃত্বের উপরে প্রশ্ন তুলে দিয়েছে বিজেপি। তাদের বক্তব্য, রাহুলকে দিয়ে আর হচ্ছে না। আর সে কারণেই প্রিয়ঙ্কাকে আসরে নামিয়েছে কংগ্রেস। কংগ্রেস নেতারা লাগাতার দাবি করে আসছেন, ইন্দিরা গান্ধীর সঙ্গে মুখের মিল রয়েছে প্রিয়ঙ্কার। ইন্দিরার প্রতি আবেগ প্রতিফলিত হবে ইভিএমে। কিন্তু ১৯৮০ সালে শেষবার লোকসভা ভোটে লড়েছিলেন ইন্দিরা। আজ থেকে ৩৯ বছর আগে। হিসেব বলছে, তখনও ২১ বছরের যে যুবক (তখন ভোটাধিকারের ন্যূনতম বয়স ২১) ইন্দিরা গান্ধীকে ভোট দিয়েছিলেন, তিনি এখন ৬০ বছরের। বর্তমানে অধিকাংশ ভোটারাই ইন্দিরাকে পড়েছেন পাঠ্যবইয়ে। তাঁদের কাছে ইন্দিরা আবেগ কতখানি কাজ করবে, তা নিয়ে থাকছে প্রশ্ন। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদী। পরিসংখ্যান বলছে, দেশের ৭০ শতাংশ জনসাধারণের বয়স ৪৫ বছর। আর যুবকদের মধ্যে মোদীর জনপ্রিয়তা অবিসংবাদী।
photos
TRENDING NOW
3/6
4/6
উত্তরপ্রদেশে অকংগ্রেসি ও অবিজেপি জোট গড়েছে সপা-বসপা। গত কয়েকবছরের ভোটের ট্রেন্ড বলছে, কংগ্রেস, বসপা ও সপার ভোটার একই। বিশেষ করে তিন দলেরই সংখ্যালঘু ভোটব্যাঙ্কের উপরে আধিপত্য রয়েছে। কংগ্রেস দুর্বল হওয়ায় সংখ্যালঘুরা সপা-বসপাকে বেছে নিয়েছেন। আর কংগ্রেস শক্তিশালী হলে সপা-বসপার কোর ভোটব্যাঙ্কই বাটোয়ারা হয়ে যাবে। তার সরাসরি লাভ পাবে বিজেপি।
5/6
6/6
photos