বালাকোটে জইশের জঙ্গি প্রশিক্ষণ শিবির, ডসিয়ারে পাকিস্তানের মুখোশ খুলল ভারত

Mar 01, 2019, 22:15 PM IST
1/7

পুলওয়ামা হামলায় জইশ-এ-মহম্মদের যোগ থাকার যাবতীয় প্রমাণ-সহ পাকিস্তানের হাতে নথি বা ডসিয়ার তুলে দিল ভারত। রিপোর্টে বলা হয়েছে, গত দুবছর ধরে সন্ত্রাসী প্রশিক্ষণ দিতে যুবকদের নিয়োগ করছে জইশ। পাকিস্তান সরকারের নাকের ডগায় জঙ্গি শিবির চালাচ্ছে আজহার মাসুদ। পাকিস্তানের ডেপুটি রাষ্টদূত সইদ হায়দার আলি শাহের হাতে তুলে দেওয়া হয় যাবতীয় প্রমাণ। 

2/7

সন্ত্রাসবাদীদের প্রশিক্ষণ দেয় জইশ। কমব্যাট প্রশিক্ষণের নাম দৌরা-এ-খাস এবং উন্নত অস্ত্র প্রশিক্ষণকে বলা হয় দৌরা-অল-রাদ। 

3/7

জইশের প্রশিক্ষণ শিবিরে আজহার মাসুদের উস্কানিমূলক বক্তব্যও দেওয়া হয় ওই ডসিয়ারে। 

4/7

মার্কিন কারাগার গুয়ান্তানামো বে-র সন্ত্রাসবাদীর সাক্ষ্যও রয়েছে ডসিয়ারে। হাফিজ কে রেহমান নামে ওই সন্ত্রাসবাদী স্বীকার করেছে তাকে বালাকোটে প্রশিক্ষণ দিয়েছিল জইশ-এ-মহম্মদ।   

5/7

পাকিস্তানি সংবাদপত্র ডনের একটি প্রতিবেদন তুলে দেওয়া হয়েছে। ২০০৬ সালের ২ অগাস্টের ওই প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দুই পাক বংশোদ্ভূত মার্কিন নাগরিক আদালতে জানিয়েছিল, তাদের বালাকোটে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। 

6/7

পাক অধিকৃত কাশ্মীরের কেল দিয়ে জঙ্গিদের ভারতে অনুপ্রবেশে মদত দিচ্ছে পাকিস্তান। 

7/7

পাক সেনার সহযোগিতাতেই চারটি রুট দিয়ে ভারতে ঢোকে জইশের সন্ত্রাসবাদীরা। সেই চারটি রুটের কথাও তুলে ধরা হয়েছে ডসিয়ারে। পাক বিদেশমন্ত্রী জানিয়েছেন, ভারতের প্রমাণগুলি খতিয়ে দেখা হবে।