Prosenjit Chatterjee: সরস্বতী পুজোয় প্রসেনজিতের বাড়িতে এ কী কাণ্ড! ছবি দেখে তাজ্জব নেটপাড়া...

Jan 26, 2023, 20:39 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শুক্রবারই মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘কাবেরী অন্তর্ধান’। কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রসেনজিতের প্রশংসায় পঞ্চমুখ সকলে।

2/6

নন্দনে হাউজফুল শোয়ে দর্শকদের সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন সুপারস্টার। তবে বৃহস্পতিবার সবাইকে চমকে দিলেন অভিনেতা।  

3/6

বৃহস্পতিবার সরস্বতী পুজোয় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বাড়িতেই ছিলেন, তাঁর বাড়িতে আড্ডা দিতে হাজির হল কৌশিক গঙ্গোপাধ্যায় ও নিশপাল সিং রানে।

4/6

দুই বন্ধুর সঙ্গে ছবি পোস্ট করেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আর সেই দেখেই হইচই পড়ে যায় নেটপাড়া। কড়া ডায়েটে থাকা অভিনেতা এ কী করছেন।

5/6

অনেকেই মনে করেন যে, দই-শসা খেয়েই ৬০ বছরে ৩০ মনে হয় প্রসেনজিৎকে। কিন্তু তিনি বারংবার বলেছেন, এই ডায়েটের কোন সত্যতা নেই। এবার পাওয়া গেল প্রমাণও। ছবিতে দেখা গেল কৌশিক, রানের সঙ্গে আড্ডার পর ফুচকা খাচ্ছেন প্রসেনজিৎ। সঙ্গে যোগদান করেছেন অর্পিতা চট্টোপাধ্যায়ও।

6/6

প্রসেনজিৎকে ফুচকা খেতে দেখে অবার নেটিজেনরা। এক ব্যক্তি লিখেছেন, ‘প্রসেনজিৎ চ্যাটার্জি ফুচকাও খান’। অন্য এক নেটিজেন লেখেন, ‘বুম্বা দা.. বাঙালি যুবক দের ঈর্ষা.. ৬০ এও চির তরুণ.. আপনি সত্যিই ফুচকা খেয়েছেন কিনা জানিনা তবে খেলে আমরা বেজায় খুশি’