বিশ্বের সবথেকে হালকা উপগ্রহ কালামস্যাট V-2 উত্ক্ষেপণ করল ISRO

Jan 25, 2019, 09:54 AM IST
1/6

বিশ্বের সবথেকে হালকা উপগ্রহ  কালামস্যাট V-2   উত্ক্ষেপণ করল ইসরো।

2/6

বৃহস্পতিবার রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে ওই উপগ্রহটি নিয়ে রওনা দেয়।    ভারতীয় সময় ১১.৩৭ মিনিটে উপগ্রহটি রওনা   দেয়। এর ওজন কাঠের চেয়ারের থেকেও কম বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।

3/6

১.২৬ কেজির এই উপগ্রহটি তৈরি করেছে চেন্নাইয়ের স্পেশ কিডজ ইন্ডিয়া নামে একটি বেসরকারি সংস্থার ছাত্ররা।

4/6

এটি নির্মাণে খরচ হয়েছে ১২ লক্ষ টাকা। উপগ্রহটি নির্মাণ করতে সময় লেগেছে ৬ দিন।  তবে এই উপগ্রহ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত করার পিছনে রয়েছে দীর্ঘ ৬ বছরের পরিশ্রম।

5/6

প্রসঙ্গত, "গুলাব জামুন" নামে  ৬২ গ্রাম ওজনের একটি উপগ্রহ তৈরি করা হয়েছিল । ২০১৭ সালে উত্ক্ষেপণ করেছিল নাসা। কিন্তু, উপগ্রহটি কক্ষপথে পৌঁছায়নি।

6/6

 এই উপগ্রহের সফল উত্ক্ষেপণের পর ইসরো-র প্রধান কে সিভান বলেন, “ভারতের প্রত্যেক ছাত্রের জন্য ইসরোর দরজা খোলা। আপনাদের উপগ্রহ আমাদের কাছে নিয়ে আসুন। আমরা উত্ক্ষেপণ করব। আসুন, আমরা একসঙ্গে অঙ্গীকারবদ্ধ হই, সুন্দর বিশ্ব গড়ে তুলি।”