লোকসভা ভোটে রাজ্যে বাম-কংগ্রেস নয়, শাসককে ধাক্কা বিজেপির, বলছে জনমত সমীক্ষা

Jan 24, 2019, 23:18 PM IST
1/5

রাজ্যে তৃণমূলকে বড় ধাক্কা দিতে পারছে না বিজেপি। বাংলায় নিজেদের গড় ধরে রাখতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তবে বিজেপির উত্থানে প্রান্তিক শক্তিতে পরিণত হতে চলেছে সিপিএম ও কংগ্রেস। 

2/5

এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৪২টি আসনের মধ্যে ৩৪টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য ইতিমধ্যেই ৪২-এ ৪২ করার ডাক দিয়েছেন। ফলে নিঃসন্দেহে সমীক্ষা মিলে গেলে তৃণমূলের পক্ষে সুখকর নয় বলে মত রাজনৈতিক মহলের একাংশের।   

3/5

রাজ্যে ২২টি আসন জেতার লক্ষ্য নিয়েছে বিজেপি। পরে আবার তা বাড়িয়ে ২৩টি করে দিয়েছেন অমিত শাহ। কিন্তু সমীক্ষা অনুযায়ী, দু অঙ্কের ঘরে পৌঁছতে পারছে না বিজেপি। এবিপি-সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, ৭টি আসন পেতে চলেছেন দিলীপ ঘোষরা।   

4/5

কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! দিলীপ ঘোষদের উত্থানের সঙ্গে সমানুপাতিকভাবে গুরুত্ব কমছে বামেদের। ৩৪ বছরের শাসন চালানোর পর আসন্ন লোকসভা ভোটে একটাও আসন নিশ্চিত করতে পারছে না সিপিএম, বলছে এবিপি-সি ভোটারের সমীক্ষা। 

5/5

তবে কোনওক্রমে একটি আসন নিয়ে মুখরক্ষা করছেন সোমেন মিত্ররা। এবিপি-সি ভোটারের সমীক্ষায়, এরাজ্যে কংগ্রেস পাচ্ছে একটি আসন।