আজ থেকে শুরু দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট, ভোগান্তির আশঙ্কা

Dec 21, 2018, 13:36 PM IST
1/8

আজ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক অফিসার্স কনফেডারেশন।

2/8

ব্যাঙ্ক কর্মীদের বেতন, সপ্তাহে পাঁচ দিন কাজ-সহ কয়েকটি দাবিকে সামনে  রেখেই  চর্চা চলছে  কয়েকদিন ধরে।

3/8

 কিন্তু সমাধান সূত্র বের না হওয়ায় ধর্মঘট ডেকেছে  অফিসার্স  কনফেডারেশন। 

4/8

সারা ভারতের সরকারি ব্যাংকের ওপর এই ধর্মঘটের প্রভাব পড়লেও, প্রভাব পড়বে না বেসরকারি ব্যাংক গুলির ওপর।

5/8

ইতিমধ্যে অনেক ব্যাঙ্কই তাদের গ্রাহকদের এই ধর্মঘট সম্পর্কে অবগত করে দিয়েছে।

6/8

এআইবিওসি-র ডাকে  দুদিন ব্যাঙ্ক ধর্মঘট  চলছে।  

7/8

ধর্মঘটের  মাঝে মাসের শেষ শনিবার, রবিবার এবং বড়দিনের ছুটি পড়ে যাওয়ায় টানা  পাঁচ দিন বন্ধ  থাকবে ব্যাঙ্কের দরজা।  

8/8

মানে জরুরি  প্রয়োজনে টাকা  তুলতে ভরসা সেই এটিএম।