লাটে উঠেছে পড়াশুনো, PUBG নিষিদ্ধ করল সরকার

Jan 23, 2019, 17:28 PM IST
1/5

নেশাগ্রস্ত হয়ে পড়ছে শিশুরা। তাই স্কুলে PUBG খেলা সম্পূর্ণ নিষিদ্ধ করল রাজ্য সরকার। গুজরাতের প্রাথমিক শিক্ষা দফতরের তরফে এক নির্দেশিকা জারি করে জানানো হয়েছে, স্কুলে যাতে কেউ PUBG না খেলে তা নিশ্চিত করতে হবে। 

2/5

নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, PUBG-তে আসক্ত হয়ে পড়ছে পড়ুয়ারা। পড়াশুনোয় যার খারাপ প্রভাব পড়ছে।

3/5

আগেই PUBG নিষিদ্ধ করতে সরকারকে আবেদন জানিয়েছিল গুজরাতের শিশু অধিকার রক্ষা কমিশন। সেই আবেদনে সাড়া দিয়ে এই নির্দেশিকা জারি করেছে সেরাজ্যের প্রাথমিক শিক্ষা দফতর। 

4/5

গুজরাত শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জাগ্রুতি পান্ডিয়া জানিয়েছেন, গোটা দেশে PUBG নিষিদ্ধ করতে সুপারিশ করেছে কেন্দ্রীয় শিশু সুরক্ষা কমিশন। 

5/5

তাঁর দাবি, দেশের সমস্ত রাজ্যের শিক্ষা দফতরের কাছে এই মর্মে চিঠি গিয়েছে। রাজ্য সরকারকে অবিলম্বে PUBG খেলা বন্ধে পদক্ষেপ করতে অনুরোধ করেছে কেন্দ্রীয় সংস্থা।