প্রকাশ্যে PUBG খেলায় ১০ জনকে গ্রেফতার করল পুলিস। ঘটনা গুজরাতের রাজকোটের। গত বৃহস্পতিবার ১০ জনকে গ্রেফতার করে গুজরাটের রাজকোট পুলিস।
2/6
পুলিস কমিশনারের জারি করা এক নির্দেশিকায় রাজকোটে PUBG খেলা নিষিদ্ধ করে প্রশাসন। গেমের নেশায় পড়ুয়ারা অমনোযোগী ও অকর্মন্য হয়ে পড়ছে বলে লাগাতার অভিযোগ পেয়ে PUBG নিষিদ্ধ করে এই নির্দেশিকা জারি করেছিলেন রাজকোটের পুলিস কমিশনার।
photos
TRENDING NOW
3/6
পুলিসের দাবি, অভিযুক্ত ১০ যুবক সেই নির্দেশিকা অমান্য করে প্রকাশ্যস্থানে PUBG খেলছিলেন। তাই গ্রেফতার করা হয় তাদের।
4/6
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৮ ধারায় নির্দেশিকা অমান্য করার অভিযোগ এনেছে পুলিস। সঙ্গে যোগ করা হয়েছে ৩৫ ধারা।
5/6
রাজকোট-সহ গুজরাটের একাধিক শহরে নিষিদ্ধ হয়েছে PUBG. স্থানীয় পুলিস নির্দেশিকা জারি করে নিষিদ্ধ করেছে এই মাল্টিপ্লেয়ার গেম।
6/6
ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছে PUBG Mobile কর্তৃপক্ষ। তাদের তরফে এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, আমরা দায়িত্বজ্ঞানহীন আচরণ রুখতে পদক্ষেপ করছি। ভারতে নাবালক খেলোয়াড়দের দিনপ্রতি সর্বোচ্চ খেলার সময় বেঁধে দেওয়ার ব্যাপারেও চিন্তা করছি আমরা।