PUBG খেলেন? লক্ষ্মী পুজোর দিন আপনার জন্য মন খারাপ করা খবর

Oct 30, 2020, 11:42 AM IST
1/5

ভারতে PUBG গেম বন্ধ। এই খবর পুরনো। সরকারের তরফে এমনটা জানানো হলেও আখেরে এদেশে পাবজি ব্যান হয়নি। বহু গেমার পাবজি খেলছিলেন বিনা বাধায়।  

2/5

এবার অবশ্য ভারতীয় গেমারদের জন্য খারাপ খবর। আজ, অর্থাত্ ৩০শে অক্টোবর থেকে ভারতে পাবজি ও পাবজি লাইট পুরোপুরি বন্ধ। আজ থেকে আর গেমাররা পাবজি মোবাইল অ্যাপ অ্যাকসেস করতে পারবেন না।

3/5

Tencent Games-এর তরফে জানানো হয়েছে, আজ থেকে ভারতে পাবজি ও পাবজি লাইট-এর সার্ভিস বন্ধ করা হবে। 

4/5

জানা গিয়েছে, APK ইনস্টল করলেও আজ থেকে এই গেম ভারতীয় গেমাররা খেলতে পারবেন না।

5/5

চিনকে শায়েস্তা করতে ভারত সরকার এদেশে চিনা দ্রব্য ও অ্যাপ-এর উপর লাগাম টানতে চাইছে। আর তার ফলে পাবজি গেমসহ আরও অনেক অ্যাপ-এর উপর সরকার কোপ পড়েছিল। ভারতে পাবজি-র বিশাল বাজার। সেই বাজার এক ধাক্কায় নষ্ট হলে সংস্থাটিকে বড় ক্ষতির মুখে পড়তে হবে, বলাবাহুল্য।