১৫ বছর পর অবিকল একই ছবি, ইতিহাস মিলিয়ে দিল দ্রাবিড়-পুজারাকে
|
Dec 10, 2018, 17:23 PM IST
1/6
দ্রাবিড়ের পথেই পুজারা
১৫ বছর পর অ্যাডিলেডে ফের টেস্ট জিতেছে ভারত। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জ্বলে উঠেছিলেন রাহুল দ্রাবিড়। এবার অজিদের বিরুদ্ধে জয়ের কাণ্ডারি চেতেশ্বর পুজারা।
2/6
দ্রাবিড়ের পথেই পুজারা
ইতিহাস যেন ফিরে এল অ্যাডিলেডে আবার। পুজারার ভারতীয় দলে খেলার প্রথম দিন থেকে তাঁর সঙ্গে রাহুল দ্রাবিড়ের তুলনা চলে।
photos
TRENDING NOW
3/6
দ্রাবিড়ের পথেই পুজারা
ক্রিকেট দেবতা যেন জানিয়ে দিলেন, দ্রাবিড়ের উত্তরসূরি হিসাবে সঠিক পথেই পরিচালিত হচ্ছেন পূজারা। প্রথম ইনিংসে ১২৩ ও দ্বিতীয় ইনিংসে ৭১ রান করেছেন পূজারা।
4/6
দ্রাবিড়ের পথেই পুজারা
২০০৩ সালে অ্যাডিলেডে প্রথম ইনিংসে দ্রাবিড় করেছিলেন ২৩৩ রান। দ্বিতীয় দিনে তিনি করেছিলেন ৭২। তিন নম্বরে ব্যাট করতে নেমে একাই কুম্ভ রক্ষার দায়িত্ব নিয়েছিলেন তিনি।
5/6
দ্রাবিড়ের পথেই পুজারা
১৫ বছর পর পুজারাও অ্যাডিলেডে অজিদের বিরুদ্ধে নেমেছিলেন তিন নম্বরে।
6/6
দ্রাবিড়ের পথেই পুজারা
২০০৩ এ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিলেন দ্রাবিড়। এবারও তিন নম্মরে নেমে নির্ভরযোগ্য ইনিংস খেলার জন্য ম্যাচের সেরা হলেন পূজারা। বিসিসিআই দ্রাবিড় ও পূজারার ছবি পোস্ট করে ইতিহাসের পুনরাবৃত্তির কথা জানিয়েছে।