পুলওয়ামা হামলা: জইশ প্রধান মাসুদকে জঙ্গি ঘোষণায় রাষ্ট্রসঙ্ঘকে চাপ ভারতের

Feb 14, 2019, 22:57 PM IST
1/5

পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনার পর রাষ্ট্রসঙ্ঘে চাপ বাড়াতে চলেছে ভারত সরকার, তা স্পষ্টভাবে জানিয়ে দিল বিদেশমন্ত্রক। নয়াদিল্লির দাবি, সন্ত্রাসবাদীর তালিকায় ফেলা হোক মাসুদ আজহারকে। পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে নিষিদ্ধ করা দরকার।    

2/5

পুলওয়ামায় আধা সামরিক বাহিনীর কনভয়ে হামলার দায় স্বীকার করেছে জইশ-এ-মহম্মদ। আত্মঘাতী জঙ্গির ভিডিয়ো প্রকাশ করেছে তারা। বিদেশমন্ত্রক বিবৃতিতে জানিয়েছে, ওই সন্ত্রাসবাদী সংগঠনটি চালায় মাসুদ আজহার। 

3/5

এই মাসুদ আজহারকে পূর্ণ স্বাধীনতা দিয়ে রেখেছে পাকিস্তান। পাক সরকারের নিয়ন্ত্রণে তার সন্ত্রাসী সংগঠনের কার্যকলাপ ও বিস্তার হয়ে চলেছে। ভারত ও অন্যত্র হামলা চালাচ্ছে ওই সংগঠন। 

4/5

মাসুদ আজহারকে পাকিস্তান যে নিরাপত্তা দিয়েছে, তার তীব্র নিন্দা করছে ভারত সরকার। সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। সন্ত্রাসী ঘাঁটিগুলি ধ্বংস করা হোক। 

5/5

রাষ্ট্রসঙ্ঘে মাসুদ আজহারকে আন্তজার্তিক সন্ত্রাসী হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছিল ভারত সরকার। তবে সেই প্রস্তাবে ভেটো দেয় চিন। তার প্রেক্ষিতে আরও একবার রাষ্ট্রসঙ্ঘকে প্রস্তাবের কথা স্মরণ করিয়ে  দিয়েছে বিদেশমন্ত্রক।