ঘরে ফিরলেন পুলওয়ামায় শহিদ দেশের বীর সন্তানরা

Feb 16, 2019, 15:18 PM IST
1/8

S 8

S 8

পাটনায় সিআরপিএফের শহিদ হেড কনস্টেবল মনোজ কুমার সিনহার দেহ নিতে এলেন কয়েক হাজার মানুষ। হাতে হাতে তেরঙ্গা, মুখে ভারত মাতা কি জয় ধ্বনি।

2/8

s 7

s 7

উত্তরপ্রদেশের মহারাজগঞ্জের হারপুরে আনা হল জওয়ান পঙ্কজ কুমার ত্রিপাঠির নিথর দেহ। জাতীয় পতাকা নিয়ে ভিড় করলেন সাধারণ মানুষ।

3/8

s 6

s 6

মধ্যপ্রদেশের জব্বলপুরের এক গ্রামে ফিরল শহিদ জওয়ান অশ্বিনী কাচ্চির মরদহে। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল। শুধু তাই নয় বীর সেনানিকে স্বাগত জানানো হল রীতিমত বাজনা বাজিয়ে।

4/8

S 5

S 5

কনস্টেবল রতন কুমার ঠাকুর ও হেড কনস্টেবল সঞ্জয় কুমার সিনহার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

5/8

S 4

S 4

দেহরাদুনে শহিদ সিআরপিএফ জওয়ান মোহন লালের নিথর দেহের সামনে তাঁর বাকরুদ্ধ মেয়ে।

6/8

S 3

S 3

মোহন লালের নিথর দেহে মালা দিয়ে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং।  

7/8

S 2

S 2

বারাণসীর তোফপুর গ্রামে শহিদ সিআরপিএফ জওয়ানের মরদেহকে ঘিরে মানুষের ঢল নামে। মাঠের মধ্যে দিয়ে রীতিমত মিছিল করে আনা হয় এই বীর সেনানির দেহ।  

8/8

s 1

s 1

জয়পুরের গোবিন্দপুরে আনা হল শহিদ সিআরপিএফ জওয়ান রোহতাস লাম্বার দেহ।