ফোন ধরেই স্বস্তির নিঃশ্বাস স্ত্রীর! বরাত জোরে রক্ষা চন্দ্রকোনার মঙ্গল হেমব্রমের

Feb 16, 2019, 15:45 PM IST
1/6

একটা ফোন। ফোনের ওপারের কন্ঠস্বর শুনেই কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী। না, এ কান্না সজনহারার কান্না নয়। এ কান্না স্বামীকে ফিরে পাওয়ার কান্না। বৃহস্পতিবারের জঙ্গি হামলায় বরাত জোরে বেঁচে গিয়েছেন চন্দ্রকোণার জওয়ান মঙ্গল হেমব্রম। 

2/6

আতঙ্কে মুখটা ফ্যাকাশে হয়ে গেছে। এখনও স্বাভাবিক হয়নি মন। ফোনে শোনা গিয়েছে স্বস্তির বার্তা, "বেঁচে আছি।" মঙ্গল হেমব্রমের স্ত্রী শুনেছেন যে বেঁচে আছেন তাঁর স্বামী।    

3/6

শ্রীনগরের কর্মরত ১১৫ নম্বর ব্যাটেলিয়নে যে ১২ জন জওয়ান জম্মু যাচ্ছিলেন। তারমধ্যে ১১ জনই শহিদ হয়েছেন। বেঁচে রয়েছেন একমাত্র মঙ্গল হেমব্রম।

4/6

কনভয়ের যে গাড়িতে হামলা হয়েছিল, ১১৫ নম্বর ব্যাটেলিয়নের ১১ জনই ছিল ওই গাড়িতে। কিন্তু মঙ্গল হেমব্রম ছিলেন অন্য গাড়িতে। তাই বরাত জোরে বেঁচে গিয়েছেন তিনি।

5/6

৪০  দিনের ছুটি নিয়ে বাড়িতে ফিরেছিলেন মঙ্গল হেমব্রম। চলতি মাসের ৮ তারিখ কাশ্মীরে ফিরে যান। ঘটনার দিন ক্যাম্পে ফিরছিলেন তিনি।  

6/6

কিন্তু লিস্টে নাম না থাকায় অভিশপ্ত গাড়িতে উঠতে হয়নি মঙ্গলকে। ছিলেন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাসের পিছনের বাসে। আর তাতেই রক্ষা।