শুক্রবার পুলওয়ামায় যাচ্ছে এনআইএ ও এনএসজির বিশেষজ্ঞ তদন্তকারী দল। ওই দলে থাকছেন বিস্ফোরক বিশেষজ্ঞরা। প্রসঙ্গত এখনও পর্যন্ত ওই জঙ্গি হামলায় ৪৪ জন জওয়ানের মৃত্যু হয়েছে।
2/6
S 5
জম্মু ও কাশ্মীর পুলিসকে সাহায্য করতে শ্রীনগর যাচ্ছে এনআইএর ফরেন্সিক বিশেষজ্ঞরা। তারাও ঘটনাস্থলে যাবেন।
photos
TRENDING NOW
3/6
S 4
আপাতত বিস্ফোরণস্থলটি ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা। বিস্ফোরণে দলা পাকিয়ে যাওয়া বাসটিকে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে নমুণা সংগ্রহ শুরু হয়েছে।
4/6
S 3
উল্লেখ্য, বৃহস্পতিবার পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা চালায় জইশ জঙ্গিরা। ঘটনার পরই একটি ভিডিও প্রকাশ করে তা স্বীকার করেছে জইশ।
5/6
S 2
হামলার পেছনে এখনও মাথা বলে মনে করা হচ্ছে জইশ কমান্ডার আদিল মহাম্মদ দারকে। তার নেতৃত্বেই সাড়ে তিনশো কেজি বিস্ফোরক নিয়ে একটি গাড়ি কনভয়ে বিস্ফোরণ ঘটায়।
6/6
s 1
প্রসঙ্গত, শুক্রবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে নিরাপত্তা কমিটির বৈঠক হওয়ার পর শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা করেছেন। তিনি সেখানে গোটা তদন্ত প্রক্রিয়ার বিষয়টি দেখবেন।