Puri Jagannath Temple: বন্ধ পুরীর জগন্নাথ মন্দির! ফের খোলা হবে রত্নভাণ্ডার? কতদিন বন্ধ শ্রীক্ষেত্রের দরজা?

Puri Jagannath Temple: পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে লেখা এক চিঠিতে মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ সেপ্টেম্বরের শেষের দিকে শেষ করার অনুরোধ জানিয়েছিল।

| Sep 20, 2024, 20:01 PM IST

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জানা গিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এএসআইয়ের ডিরেক্টর জেনারেলকে লেখা এক চিঠিতে মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ সেপ্টেম্বরের ২৪ তারিখের মধ্যে শেষ করার অনুরোধ জানিয়েছিল। কারণ হিসেবে বলা হয়েছিল, সেপ্টেম্বর শেষ হলেই কার্তিক মাসের আগে জগন্নাথদেবের কিছু পুজোর বিষয় থাকে। তাই ওই সময়ের মধ্যে সমীক্ষা শেষ করার অনুরোধ করা হয়েছিল।

1/6

আগামী তিনদিন বন্ধ

শনিবার থেকে আগামী তিনদিন বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির।

2/6

রত্নভাণ্ডারে

কারণ, শনিবার থেকে এএসআই ফের জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করবে।

3/6

শনি থেকে

এই তিনদিন দুপুর থেকে সন্ধে পর্যন্ত বন্ধ থাকবে পুরীর জগন্নাথ মন্দির। মন্দির কর্তৃপক্ষ আজ, শুক্রবার জানিয়েছে, পুরাতাত্ত্বিক সর্বেক্ষণ আগামীকাল শনিবার থেকে ফের মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ শুরু করবে।

4/6

রবি ও সোম-ও

সেই হিসেবে আগামী ২১, ২২ ও ২৩ সেপ্টেম্বর অর্থাৎ আগামী শনিবার, রবিবার ও সোমবার দুপুর থেকে জগন্নাথের মন্দির বন্ধ থাকবে।

5/6

দুপুর ১টা থেকে সন্ধে ৬টা

মন্দির কর্তৃপক্ষের প্রধান জানান, এএসআই দুপুর ১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের সমীক্ষার কাজ করবে।

6/6

সব দ্বার রুদ্ধ

তাই ওই সময়টিতে মন্দিরে ভক্তদের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। বন্ধ থাকবে মন্দিরের সব দ্বারই।