এবার সেরেনা উইলিয়ামসের সঙ্গে একই তালিকায় নাম উঠল সিন্ধুর

Aug 23, 2018, 19:38 PM IST
1/7

1

1

বিশ্বের সব থেকে ধনী মহিলা ক্রীড়াবিদ কে? বিশ্বের তাবড় মহিলা ক্রীড়াবিদদের একটা তালিা প্রকাশ করেছে জনপ্রিয় ম্যাগাজিন ফোর্বস। সেই তালিকায় শীর্ষে রয়েছেন সেরেনা উইলিয়ামস। তাঁর বার্ষিক আয় ১৮.১ মিলিয়ন ডলার।

2/7

2

2

ক্যারোলিন ওজনিয়াকি- ১৩ মিলিয়ন ডলার। 

3/7

3

3

স্লোয়ানে স্টিফেনস- বার্ষিক আয় ১১.২ মিলিয়ন ডলার। 

4/7

4

4

গার্বিন মুগুরুজা-বার্ষিক আয় ১১ মিলিয়ন ডলার।

5/7

5

5

মারিয়া শারাপোভা- বার্ষিক আয় ১০.৫ মিলিয়িন ডলার।

6/7

6

6

ভেনাস উইলিয়ামস- বার্ষিক আয় ১০.২ মিলিয়ন ডলার।

7/7

7

7

পিভি সিন্ধু- বার্ষিক আয় ৮.৫ মিলিয়ন ডলার। ফোর্বসের তালিকায় এই ভারতীয় ব্যাডমিন্টন তারকা সাত নম্বরে রয়েছেন।