R Ashwin Retires: আচমকাই অস্তাচলে 'আন্না'! রইল কিংবদন্তির সব রেকর্ড, বোলার হয়েও ১২ হাজারের উপর রান!
R Ashwin Full list of Records: আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন আর অশ্বিন। বিদায় লগ্নে রইল তাঁর সব রেকর্ড
1/8
আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা বললেন অশ্বিন
৩৮ বছরে 'সাইন অফ' করলেন রবিচন্দ্রন অশ্বিন। আচমকাই মহারথীর অবসরের সিদ্ধান্তে অনেকেই চমকে গিয়েছেন। ভারত-অস্ট্রেলিয়া চলতি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাঝপথেই ভারতীয় ক্রিকেটের 'আন্না' জানিয়ে দিলেন যে, আন্তর্জাতিক ক্রিকেটের কোনও ফরম্যাটেই তাঁকে আর দেখা যাবে না। ব্রিসবেন টেস্টের শেষে ভারত অধিনায়ক রোহিত শর্মাকে পাশে বসিয়ে এই ঘোষণা করেছেন কিংবদন্তি স্পিনার।
2/8
রবিচন্দ্রন অশ্বিনের কেরিয়ারের পরিসংখ্যান
২০১০ সালের জুনে টি-২০আই ও ওডিআই অভিষেক করা অশ্বিনের, দেশের জার্সিতে লাল বলে হাতেখড়ি হয় ২০১১ সালে। ১৪ বছরের কেরিয়ারে ইতি টানলেন ভারতীয় সুপারস্টার। ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নিয়েছেন অশ্বিন, ১১৬ ওডিআই-তে তাঁর রয়েছে ১৫৬ উইকেট, টি-২০ আই ফরম্যাটে পেয়েছেন ৭২ উইকেট। টেস্টে অশ্বিন করেছেন ৩৫০৩ রান, ওডিআই-তে করেছেন ৭০৭ রান, টি-২০ আই-তে করেছেন ১৮৪ রান। ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে তিনি ১২৩৫৫ রান করেছেন।
photos
TRENDING NOW
3/8
৭৬৫ আন্তর্জাতিক উইকেট
4/8
৫৩৭ টেস্ট উইকেট
5/8
৫০০ টেস্ট উইকেট
6/8
ঘরের মাঠে ৪৭৫ টেস্ট উইকেট
7/8
এলবিডব্লিউতে নিয়েছেন ৩০২ উইকেট
8/8
৩৭ টেস্টে পাঁচ উইকেট
photos